Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ২০ রায় ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

আদেশ ২০ রায় ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন

Order 20 Judgement and Decree Civil Procedure Code আদেশ ২০ রায় এবং ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২০ বিধি ১ রায় কখন ঘােষিত হয় পক্ষগণের বা তাদের আইনজীবীগণের উপর যথাযথ বিজ্ঞপ্তি প্রদান করার পর প্রকাশ্য মােকদ্দমার শুনানী সমাপ্ত হবার পর আদালতে তৎক্ষণাৎ বা ভবিষ্যতে কোন দিন আদালতে রায় ঘােষণা করবে। আদেশ ২০ বিধি ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলার ষষ্ঠ পর্যায়: রায় এবং ডিক্রী ষষ্ঠ পর্যায় (Sixth Stage) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ২০ নং আদেশের ১নং বিধির বিধান মতে, মামলার শুনানী সমাপ্ত হওয়ার পর আদালত তৎক্ষণাৎ অথবা পরবর্তী কোন তারিখে প্রকাশ্যভাবে মামলার রায় প্রদান করবেন। একই আদেশের ৬নং বিধির (১) নং উপবিধিতে বলা হয়েছে যে, রায়ের সাথে সামঞ্জস্য রাখিয়া ডিক্রীদান করতে হবে। (The Decree shall then be drawn up in accordance with the judgment). এই উপবিধি মতে, ডিক্রীতে মামলার নম্বর, পক্ষগণের নাম ও পরিচয় এবং দাবির বিবরণ উল্লেখ করতে হবে। এই বিধির (২) নং উপবিধি মতে, মামলার খরচার পরিমাণ এবং তা কি অনুপাতে, কে বহন করবে কিংবা কোন সম্পত্তি হতে তা নির্বাহ করা হবে, ডিক্রীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে।