Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ২ মামলার গঠন সম্পর্কিত বিধান

আদেশ ২ মামলার গঠন সম্পর্কিত বিধান

Order 2 Framing of Suit - Civil Procedure Code 1908 আদেশ ২ মামলা গঠন - দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ বিধি ১ থেকে ৭ বিধি ১ মামলা গঠন : কোন মামলার গঠন এমনভাবে কার্যকর করতে হবে, যাতে বিরােধভুক্ত বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং উক্ত বিষয়কেন্দ্রিক কোন মামলা ভবিষ্যতে যেন আর না হতে পারে। মামলা গঠন সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত বিরােধীয় বিষয় বলতে মামলার কারণ বা মামলার বিষয় প্রসঙ্গে যা বুঝায় তা হলো অধিকার যা এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধ হিসেবে দাবি করেন এবং এটার উপর আদালতের রায় দাবি করে। একটি পক্ষ তার স্বত্বের ভিত্তির প্রকৃতি সম্পর্কিত সব যুক্তিসঙ্গত কারণগুলি অবশ্যই আরজি জবাবে বর্ণনা করবেন। [41 DLR 151 (AD)] বিধি ২ ১) সমগ্র দাবি মামলার অন্তর্ভূক্ত করতে হবে যেকোন মামলার সারবস্তু সম্বন্ধে বাদী যে পরিমাণ দাবি করার অধিকার রাখে, তা সম্পূর্ণ দাবি করতে হবে। অবশ্য মামলাটি কোন আদালতের এখতিয়ারভুক্ত রাখিবার উদ্দেশ্যে তার দাবি আংশিকভাবে বর্জন করার যদি দরকার হয় তা হলে তা করতে পারবে। ২) দাবির অংশ পরিত্যাগ বাদী যদি তার দাবির কোন অংশ উল্লেখ না করে মামলা করে বা ইচ্ছাকৃতভাবে ...