- Get link
- X
- Other Apps
Order 19 Affidavits Civil Procedure Code আদেশ ১৯ এফিডেভিট দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৯ বিধি ১ শপথনামার দ্বারা কোন বিষয় প্রমাণ করতে আদেশ দেয়ার ক্ষমতা কোন আদালত যেকোন কারণে যথেষ্ট যুক্তি থাকলে আদেশ প্রদান করতে পারে যে, কোন বিশেষ তথ্য বা তথ্যগুলাে শপথনামার দ্বারা প্রমাণ করা যেতে পারে বা কোন সাক্ষীর শপথনামা আদালত যুক্তিসঙ্গত মনে করে এরূপ শর্তের উপর শুনানীর সময় পাঠ করা যেতে পারে। তবে শর্ত হল যে, যেক্ষেত্রে আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে, যে কোন পক্ষ সাক্ষীকে জেরা করার জন্য কোন সাক্ষীকে হাজির করাতে অকৃত্রিমভাবে ইচ্ছুক এবং উক্তরূপ সাক্ষীকে হাজির করা যেতে পারে, সেক্ষেত্রে সে সাক্ষীর সাক্ষ্য শপথনামার দ্বারা প্রদান করার জন্য আদেশ দেয়া যাবে না। আদেশ ১৯ বিধি ১ বিধির বিশ্লেষণ হলফনামা (Affidavit) ধারা-১৩৯ ও আদেশ ১৯ হলফনামা (Affidavit) বা শপথনামা সম্পর্কিত বিধান বর্নিত আছে দেওয়ানি কার্যবিধির ১৩৯ ধারায় এবং ১৯ আদেশে। এফিডেভিটের শপথ কে পরিচালনা করবেন ধারা ১৩৯ ক) যে কোন আদালত বা ম্যাজিস্ট্রেট খ) যে কোন অফিসার বা অপর কোন ব্যক্তি যাকে সুপ্রীম কোর্ট হলফনামার শপথ পরিচালনা করার জন্য নিয়ােগ প্রদ...