- Get link
- X
- Other Apps
Order 18 Hearing of the Suit & Examination of Witnesses আদেশ ১৮ মামলা শুনানী ও সাক্ষীদের পরীক্ষা। দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৮ বিধি ১ মামলা শুনানী আরম্ভ করার অধিকার বিবাদী বাদী দ্বারা আনীত অভিযােগে বর্ণিত তথ্যগুলাে স্বীকার না করলে বাদীপক্ষ আরম্ভ করার অধিকার রাখে এবং যদি বিবাদী প্রতিবাদ করে যে আইনগত প্রশ্নে বা বিবাদী দ্বারা অভিযুক্ত কতক অতিরিক্ত তথ্যের প্রেক্ষিতে বাদী তার প্রার্থীত প্রতিকারের কোন অংশ পাবার অধিকারী নয় তবে বিবাদীর আরম্ভ করার অধিকার রয়েছে। আদেশ ১৮ বিধি ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলার পঞ্চম পর্যায় মামলার পঞ্চম পর্যায় (Five Stage) দেওয়ানি মামলা রুজুর পঞ্চম পর্যায় হল, মামলার শুনানী সাক্ষগিণের জবানবন্দী গ্রহণ এবং সওয়াল জবাব। (Hearing of the suit and examination of witnesses and Argunments). যে সকল পর্যায়ের মধ্যে দিয়ে দেওয়ানি মামলা অগ্রসর হয়; তন্মধ্যে পঞ্চম পর্যায়ের স্থান বিশেষভাবে প্রণিধানযােগ্য। দেওয়ানি কার্যবিদর ১৮নং আদেশের ১নং বিধিতে বলা হয়েছে যে, প্রত্যেক দেওয়ানি মামলার বাদী পক্ষ সর্বপ্রথম আদালতে তার বক্তব্য পেশ করবেন। কিন্তু বিবাদী পক্ষ ...