- Get link
- X
- Other Apps
Order 17 Adjournments Civil Procedure Code আদেশ ১৭ মুলতবী দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৭ বিধি ১ আদালত সময় অনুমােদন করতে এবং শুনানী মুলতবী রাখিতে পারে ১) যথেষ্ট কারণ দর্শাইলে আদালত মামলার যেকোন স্তরে পক্ষগণের বা তাদের কোন পক্ষকে সময় অনুমােদন করতে পারে এবং সময় সময় মামলার শুনানী মূলতবী রাখিতে পারে। ২) মূলতবীর খরচ উক্তরূপ প্রত্যেক ক্ষেত্রে আদালত মামলাটির পরবর্তী শুনানীর জন্য তারিখ নির্দিষ্ট করবে এবং মূলতবী ঘটিত ব্যয় সম্পর্কে আদালত যথাযথ মনে করে এরূপ আদেশ প্রদান করতে পারেন। তবে শর্ত হল যে, একবার শুনানী শুরু হয়ে থাকলে, আদালত কারণ লিখিত করে পরবর্তী দিন ছাড়াইয়া শুনানী মুলতবী রাখার দরকার মনে না করলে মামলার শুনানী হাজির সব সাক্ষীদের পরীক্ষা গ্রহণ না হওয়া পর্যন্ত দিনের পর দিন ক্রমাগতভাবে চলতে থাকবে। ৩) উপ-বিধি (১) এবং (২) এ যা কিছুই থাকুক না কেন, কোন পক্ষের অনুরােধে আদালত কোন মামলায় দোতরফা শুনানীর আগে ছয়টিরও বেশি মূলতবী অনুমােদন করবে না এবং কোন পক্ষের যথাযথ সীমার বাহিরে মূলতবী অনুমােদন করলে উক্ত পক্ষকে এটা দ্বারা নির্ধারিত সময়ের ভিতর অন্যূন দুইশত টাকা এবং অনুর্ধ্ব এক হাজা...