- Get link
- X
- Other Apps
Order 12 Admissions Civil Procedure Code আদেশ ১২ স্বীকৃতি বা স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১২ বিধি ১ মামলায় স্বীকারের নোটিশ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি জবাবের দ্বারা বা লিখিত অপর উপায়ে অপর কোনো পক্ষের মামলা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে বলে নােটিশ প্রদান করতে পারে। আদেশ ১২ বিধি ১ বিধির বিশ্লেষণ (Admission) মামলার এক পক্ষ, অপর পক্ষকে মামলা স্বীকার বা দলিল স্বীকার বা ঘটনা স্বীকার করার জন্য লিখিত নােটিশের মাধ্যমে আহ্বান করতে পারেন। স্বীকৃতি বা স্বীকারোক্তি ৩ প্রকারঃ ১ আরজি-জবাবের মাধ্যমে স্বীকারােক্তি। ২। সম্মতি দ্বারা স্বীকৃতি। ৩ নোটিশ দ্বারা স্বীকারােক্তি। মামলা স্বীকার বিধি-১, আদেশ-১২ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি বা জবাবের (Pleadings) দ্বারা বা অন্য কোনভাবে লিখিতভাবে অপর কোন পক্ষের মামলার সবটুকু অংশ বা আংশিক স্বীকার করে নিতে পরে। দলিল স্বীকার বিধি-২, আদেশ-১২ যখন কোন পক্ষ অপর পক্ষকে কোন দলিল স্বীকার করার জন্য নােটিশ জারি করে, তখন নােটিশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে যদি অপর পক্ষ উক্ত দলিল স্বীকার করতে অস্বীকার করে বা অবহেলা করে তাহলে উক্ত অস্বীকারকারী বা অবহেলা...