Skip to main content

Posts

Showing posts with the label আদালতের ইচ্ছধীন ক্ষমতা

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Discretion of the court Specific Relief Act 1877 আদালতের ইচ্ছধীন ক্ষমতা

Of the Discretion of the Court আদালতের ইচ্ছধীন ক্ষমতা প্রসঙ্গে Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ ধারা ২২ সুনির্দিষ্ট কার্যসম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে ইচ্ছাধীন ক্ষমতা: সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ব্যাপারে ডিক্রি প্রদানের এখতিয়ার হচ্ছে ইচ্ছাধীন ও কেবল তা করা আইনসম্মত, এই কারণেই আদালত কোন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়; কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা হচ্ছে নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচারবিভাগীয় মূলনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত এবং আপীল আদালত কর্তৃক সংশােধনযােগ্য। নিম্নে বর্ণিত ক্ষেত্রসমূহ আদালত সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য ডিক্রি প্রদান না করার ব্যাপারে যথাযথভাবে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারেন- ১) যেক্ষেত্রে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে, তা বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ থেকে কোন জালিয়াতি বা ভুল বিবরণ না-ও থাকতে পারে। বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে - উদাহরণসমূহ ক) একটি নির্দিষ্ট সম্পত্তির সমস্ত জীবনের প্রজা ক সম্পত্তিতে তার স্বত্বের ব্যাপারে খ-কে স...