Skip to main content

Posts

Showing posts with the label আদালতের অনিয়মিত কার্যক্রম বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

Irregular Proceedings অনিয়মিত কার্যক্রম বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

 Chapter XLV -Of Irregular Proceedings পঁয়তাল্লিশতম অধ্যায় -অনিয়মিত কার্যক্রম বিষয়ে ধারা ৫২৯ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয় না যদি কোন ম্যাজিস্ট্রেট,‌আইনে ক্ষমতাবান না হওয়া সত্ত্বেও ভুলক্রমে সরল বিশ্বাসে নিম্নবর্ণিত কাজসমূহের একটি করেন- ক) ৯৮ ধারার অধীন তল্লাশি ওয়ারেন্ট ইস্যু করানাে; খ) কোন অপরাধের তদন্তের নিমিত্তে ১৫৫ ধারার অধীন পুলিশকে আদেশ দান; গ) ১৭৬ ধারার অধীন সুরতহাল করা; ঘ) যে ব্যক্তি তার এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে কোন অপরাধ করেছে, তাকে উক্ত সীমার মধ্যে গ্রেফতারের নিমিত্তে ১৮৬ ধারার অধীন ওয়ারেন্ট প্রদান; ঙ) ১৯০ ধারার (১) উপ-ধারার (ক) অনুচ্ছেদ বা (খ) অনুচ্ছেদ এর অধীন অপরাধ আমলে গ্রহণ; চ) ১৯২ ধারার অধীন মামলা স্থানান্তর; ছ) ৩৩৭ ধারা বা ৩৩৮ ধারার অধীন ক্ষমা প্রদর্শন; জ) ৫২৪ ধারা বা ৫২৫ ধারার অধীন সম্পত্তি বিক্রয়; ঝ) ৫২৮ ধারার অধীন মামলা প্রত্যাহার ও নিজে উহার বিচার করা; তা হলে তিনি ক্ষমতাবান নন, শুধুমাত্র এতকারণে তার কার্যধারা বাতিল করা যাবে না। ধারা ৫৩০ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয় যদি কোন ম্যাজিস্ট্রেট আইনত ক্ষমতাবান না হয়ে নিম্নবর্ণিত ক