Skip to main content

Posts

Showing posts with the label আদালতসমূহের ক্ষমতাসমূহ Chapter 3 তৃতীয় অধ্যায়

Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ Chapter 3 তৃতীয় অধ্যায় Criminal Procedure Code

Chapter 3 তৃতীয় অধ্যায় Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ ধারা ২৮ দণ্ডবিধির অপরাধ:  অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) তে উল্লেখিত যে কোন অপরাধের বিচার করবেন- ক) হাইকোর্ট বিভাগ, অথবা খ) দায়রা আদালত, অথবা গ) অন্য কোন আদালত, যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শন করা হয়েছে। ধারা ২৯ অন্যান্য আইন মােতাবেক অপরাধ:  ১) অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে অন্য আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সেই আদালতে হবে। ২) তবে যেক্ষেত্রে এইরূপ আদালতের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বা উপরে উল্লেখিত বিধান অনুসারে অত্র কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শিত হয়েছে, সেই আদালতে হবে। ধারা ২৯খ কিশােরদের ক্ষেত্রে এখতিয়ার যেক্ষেত্রে কোন ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিরেকে অন্য কোন অপরাধ সংঘটন করে থাকে এবং তার আদালতে উপস্থিত হওয়ার বা তাকে উপস্থিতির তারিখে তার বয়স পনের বছরের নিম্নে হয়,