Skip to main content

Posts

Showing posts with the label আঘাত গুরুতর আঘাত কাকে বলে শাস্তি কি

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আঘাত গুরুতর আঘাত কাকে বলে শাস্তি কি

 Of Hurt আঘাত সম্পর্কিত ধারা ৩১৯ আঘাত Hurt কোন লােক যদি অপর কোন লােকের দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায়, তা হলে সে লােক আঘাত দান করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩২০ গুরুতর আঘাত Grevious Hurt কেবল নিম্নে উল্লেখিত যে কোনগুলাের আঘাতই “গুরুতর আঘাত” বলে পরিগণিত হবে- প্রথমতঃ পুরুষত্বহানি ঘটানাে দ্বিতীয়তঃ স্থায়ীভাবে যে কোন চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। তৃতীয়তঃ স্থায়ীভাবে যে কোন কানের শ্রুতিশক্তি নষ্ট করা। চতুর্থতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থি অনিষ্টসাধন করা। পঞ্চমতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থির শক্তিগুলাের ধ্বংস করা বা স্থায়ী ক্ষতিসাধন করা। ষষ্ঠঃ মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা। সপ্তমতঃ কোন অস্থি বা দন্ত ভগ্ন বা গ্রন্থিচ্যুত করা। অষ্টমতঃ যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত লােককে বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দান করে বা তাকে তার সাধারণ কার্য কর্ম করতে অসমর্থ করে। ধারা ৩২১ ইচ্ছাকৃতভাবে আঘাত করা কোন লােক যদি কোন কার্যের মাধ্যমে কোন লােককে আঘাত করার ইচ্ছায় বা তাদ্বারা কোন লােককে আঘাত করার আশংকা আছে জেনে এরূপ কার্য করে ও তাদ্বারা কোন লােককে আঘাত দান করে সে লােক ইচ্ছাকৃতভাবে...