Skip to main content

Posts

Showing posts with the label অসাধুভাবে চোরাই মাল গ্রহণ বিষয়ক অপরাধ

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

অসাধুভাবে চোরাই মাল গ্রহণ বিষয়ক অপরাধ

Of the Receiving of Stolen Property চোরাই মাল গ্রহণ বিষয়ক ধারা ৪১০ চোরাইমাল যে সম্পত্তি দখল, চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংঘটনের কারণে হস্তান্তরিত‌ হয়েছে ও যে সম্পত্তি অপরাধজনকভাবে তছরূপ বা আত্মসাৎ করা হয়েছে, বা যে সম্পত্তি বিষয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করা হয়েছে, সে সম্পত্তি, ঐরূপ হস্তান্তর, তছরূপকরণ, বিশ্বাসভঙ্গকরণ বাংলাদেশের ভিতরে বা বাইরে যেখানেই হােক না কেন “চোরাইমাল” বলে পরিগণিত হবে। কিন্তু যদি এরূপ মাল উত্তরকালে এমন কোন লােকের দখলে আসে যে আইনত এটা দখল করার অধিকারি, তা হলে এটা আর চোরাইমাল বলে পরিগণিত হবে না। ধারা ৪১১ অসাধুভাবে চোরাইমাল গ্রহণ করা কোন লােক যদি কোন মাল চোরাই বলে জ্ঞাত হয়ে ৰা এটা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকার পরও ঐ চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪১২ ডাকাতির মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করা কোন লােক যদি এরূপ কোন চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা সংরক্ষণ করে, যার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে সে জ্ঞাত...