Skip to main content

Posts

Showing posts with the label অবৈধ বাধা অবরোধ ফৌজদারী কার্যবিধি আইন

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

অবৈধ বাধা অবরোধ ফৌজদারী কার্যবিধি আইন

Of wrongful restraint and wrongful  confinement অবৈধ বাধা, অবৈধ অবরোধ  ধারা ৩৩৯ অবৈধ বাধা যদি কেউ, কোন লােককে তার যে দিকে যাবার কর্তৃত্ব রয়েছে, সে দিকে যেতে নিবৃত করার জন্য ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তা হলে সে লোক ঐ লােককে অবৈধভাবে‌ বাধা দান করেছে বলে পরিগণিত হবে। ব্যতিক্রম, কোন লােক যদি স্থল বা জলপথে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত কর্তৃত্ব তার আছে বলে সরল মনে বিশ্বাস করে ঐ পথে কাউকে যেতে প্রতিবন্ধকতা উদ্ভব করে, তা হলে তার এমন কার্য এই ধারার তাৎপর্যাধীনে অপরাধ বলে পরিগণিত হবে না। উদাহরণ ক এরূপ একটি রাস্তায় বাধার উদ্ভব করে, যে রাস্তা দিয়ে যাবার আইনসম্মত কর্তৃত্ত্ব গ-র রয়েছে। ক সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে, তার ঐ পথ বদ্ধ করার কর্তৃত্ত্ব রয়েছে তদ্বারা গ রাস্তা দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। ক, গ-কে অবৈধভাবে বাধা দান করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩৪০ অবৈধ অবরোধ যদি কেউ, কোন লোককে কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিবৃত্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে, তাহলে সে লোক ওই লোককে অবৈধভাবে অবরোধ করেছে বলে পরিগণিত হবে। উদাহরণ ক) ক, গ-কে একটি দেয়াল ঘেরা জায়গায়...