- Get link
- X
- Other Apps
অপরাধে প্ররোচনা বা অপসহায়তা |Abetment] কাকে বলে? অপরাধে প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি? অভিন্ন অভিপ্রায় এবং অপরাধে সহায়তার মধ্যে পার্থক্য কি? প্ররোচনায় বা অপসহায়তায় (Abetment) দায়ী করতে মৌলিক নীতিসমূহ কি কি? ধারা ৩৪ এবং ধারা ১০৭ এর মধ্যে পার্থক্য কি? বিভিন্ন প্ররোচনার (Abetment) শাস্তি কি? অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তকারীর দায় কি? অপরাধে প্ররোচনা বা অপসহায়তা [Abetment] [ধারা ১০৭ থেকে ১২০] অপরাধে প্ররোচনা বা অপসহায়তা |Abetment] কাকে বলে? অপরাধী এবং অপরাধ সংঘটন করতে সাহায্যকারী আইনের চোখে সমানভাবে দোষী। ১০৭ থেকে ১২০ ধারা পর্যন্ত অপরাধে প্ররোচনা বা অপসহায়তা (Abetment) সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে লোক অপরাধ সংঘটন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী বা প্ররোচক বা অপসহায়তাকারী [Abettor)। অপরাধে প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি? কোন অপরাধ সংঘটনের আগে অপরাধটি সংঘটনের জন্য ৩ ভাবে প্ররোচনা বা অপসহায়তা [Abetment) করা হতে পারে। যথাঃ ১. প্ররোচিত করে [By Instigation | 2. ষড়যন্ত্রে অংশগ্রহন করে। [By Engaging in the Conspirac...