- Get link
- X
- Other Apps
Of Criminal Misappropriation of Property অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বিষয়ক ধারা ৪০৩ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কোন লােক যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ক) ক সরল বিশ্বাসে গ-র সম্পত্তি গ-র দখল হতে নিয়ে যায়। এটা নিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে যে, ঐ সম্পত্তি তারই। ক চুরির অপরাধে অপরাধি নয়; কিন্তু ক তার বিচ্যুতি বুঝতে পারার পর অসাধুভাবে ঐ সম্পত্তি তার নিজস্ব ব্যবহার পরিণত করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি। খ) গ-র সঙ্গে ক-র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দরুণ ক গ-র অবর্তমানে গ-র লাইব্রেরীতে যায় ও গ-র স্পষ্ট বিনা সম্মতিতে একটি বই নিয়ে যায়। এইক্ষেত্রে যদি ক-র এরূপ ধারণা হয়ে থাকে যে, তার ঐ বইটি পড়িবার লক্ষ্যে নিয়ে যাবার জন্য গ-র পরােক্ষ সম্মতি ছিল,তবে চুরি করে নাই। কিন্তু পরে ক বইটি তার নিজের উপকারার্থে বিক্রয় করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি । গ) ক ও ...