Skip to main content

Posts

Showing posts with the label অপরাধমূলক অনধিকার প্রবেশ গৃহপ্রবেশ শাস্তি ফৌজদারী কার্যবিধি আইন

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

অপরাধমূলক অনধিকার প্রবেশ গৃহপ্রবেশ শাস্তি ফৌজদারী কার্যবিধি আইন

Of Criminal Trespass অপরাধমূলক অনধিকার প্রবেশ বিষয়ক ধারা ৪৪১ অপরাধমূলক অনধিকার প্রবেশ কোন লােক যদি, অপর কোন লােকের দখলভূক্ত কোন সম্পত্তিতে বা সম্পত্তির উপর কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা এরূপ সম্পত্তির দখলকার কোন লােককে ভীতিপ্রদর্শন, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে প্রবেশ করে, অথবা আইনবলে এরূপ সম্পত্তিতে সম্পত্তির উপর প্রবেশ করে, তদ্বারা এরূপ কোন লােককে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে বা কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বেআইনীভাবে তথায় অবস্থান করে, সে লােক অপরাধজনক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ধারা ৪৪২ অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, মনুষ্য বসবাস স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে, তাঁবু বা জলযান, বা উপাসনা স্থান হিসেবে বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে প্রবেশ করে বা অবস্থান করে অপরাধজনক অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অপরাধমূলক অনধিকার প্রবেশকারির দেহের কোন অংশের প্রবেশই গৃহে অনধিকার প্রবেশ অপরাধ প্রতিদানের পক্ষে যথেষ্ট। ধারা ৪৪৩ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, এরূপ সতর্কতা অবলম্বনপূর্বক...