- Get link
- X
- Other Apps
Chapter Nineteen - Of the Criminal Breach of Contracts of Service উনিশতম অধ্যায় -অপরাধজনক ভাবে সেবা- চুক্তিগুলো ভঙ্গকরণ বিষয়ক ধারা ৪৯১ অসহায় লোকের শুশ্রূষা করার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার চুক্তি ভঙ্গকরণ কোন লোক যদি, অপরিণত বা মানসিক অপ্রকৃতস্থতা, রোগ বা দৈহিক দুর্বলতার কারণে অসহায় বা তার স্বীয় নিরাপত্তা বিধান করতে বা তার স্বীয় অনটনগুলো মিটাতে অপরাগ এমন কোন লোকের শুশ্রূষা করার জন্য বা তার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার জন্য কোন আইনসম্মত চুক্তি মাধ্যমে আবদ্ধ হয়ে স্বেচ্ছাকৃতভাবে এরূপ দায়িত্ব পালন না করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন মাস কাল পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে-যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। Chapter Twenty - Of Offences Relating to Marriage বিশতম অধ্যায় - বিবাহ বিষয়ক অপরাধগুলো বিষয়ক ধারা ৪৯৩ কোন পুরুষ দ্বারা প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-স্ত্রী হিসেবে সহবাস কোন লোক যদি যে প্রতারণামুলকভাবে তার সঙ্গে আইনসম্মতভাবে বিবাহিত নয়, এমন নারীর বিশ্বাস জন্মায় যে, ...