Skip to main content

Posts

Showing posts with the label অপরাধজনক ভয় দেখানো অপমান অনিষ্টকর ও বিরক্তিকর কাজ

অপরাধজনক ভয় দেখানো অপমান অনিষ্টকর ও বিরক্তিকর কাজ

Chapter Twenty Two - of Criminal Intimidation, Insult, Prejudicial Act, and Annoyance বাইশতম অধ্যায় -অপরাধজনক ভয় দেখানো, অপমান, অনিষ্টকর কর্ম, ও বিরক্তিকরন বিষয়ক ধারা ৫০৩ অপরাধজনক ভয় দেখানো যে লোক, অপর কোন লোককে আতঙ্কিত করার লক্ষ্যে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতিসাধন করার বা যে লোককে তার স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুখ্যাতির ক্ষতিসাধন করার ভয় দেখানো, বা সে লোককে এরূপ ভয় দেখানোর বাস্তবায়ন এড়ায়ে‌ যাবার উপায় হিসেবে সে আইনত যে কার্য করতে বাধ্য নয়, তা করতে বাধ্য করার বা সে লোকের যে কার্য করার আইনানুগ কর্তৃত্ত্ব আছে তা হতে তাকে বিরত রাখার লক্ষ্যে এরূপ ভয় দেখানো হয়, সে লোক অপরাধজনক ভয় দেখানো করে। ব্যাখ্যাঃ ভয় দেখানো লোকের স্বার্থ নিহিত আছে এমন কোন মৃত লোকের সুনাম নষ্ট করার হুমকি এই ধারার আওতাধীন হবে। উদাহরণ -অপরাধজনক ভয় দেখানো ক, খ-কে একটি সিভিল কেস পরিচালনা হতে বিরত করার ইচ্ছায় খ এর ঘর পোড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ক অপরাধজনক ভয় দেখানোর অপরাধে অপরাধি। ধারা ৫০৪ শান্তিভঙ্গের প্ররোচনা প্রদানের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অপমান যে লোক, এরূপ লক্ষ্যে বা এরূপ আশংকা আছে জ্ঞাত হয়ে ইচ্...