Skip to main content

Posts

Showing posts with the label অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধি আইন

অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধি আইন

Of Criminal Force and Assault অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত ধারা ৩৪৯ বলপ্রয়ােগ কোন লােক অপর কোন লােকের প্রতি বলপ্রয়ােগ করেছে বলে কথিত হবে, যদি সে ঐ অপর লােককে গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায়, বা যদি সে কোন বস্তুকে এরূপ গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায় যে ঐ বস্তু ঐ অপর লােকের শরীরের যে কোন অংশ বা ঐ অপর লােক দ্বারা পরিহিত বা বাহিত অপর কিছুর সংস্পর্শে আসে বা এরূপ অবস্থিত অপর কিছুর সংস্পর্শে আসে যাতে এরূপ সংস্পর্শে ঐ অপর লােকের অনুভূতিকে প্রভাবিত করে। তবে শর্ত হল যে, গতি উদ্ভবকারি বা গতি পরিবর্তনকরি বা গতি স্তব্ধকারি লােককে অতঃপর উল্লেখিত তিন রকমের এক রকমে ঐ গতি সৃষ্টি, গতি পরিবর্তন বা গতি শুদ্ধ করতে হবে; প্রথমতঃ তার নিজ দৈহিক শক্তিতে। দ্বিতীয়তঃ যে কোন বস্তুর এরূপ ব্যবহার করা হয় যাতে ঐ লােকের বা অপর কোন লােকের পক্ষে অধিকতর কোন কার্য ব্যতীতই ঐ গতি বা ঐ গতির পরিবর্তন বা বিরতি সাধিত হয় । তৃতীয়তঃ যে কোন পশুকে চালিত করতে, এর গতি পরিবর্তন করতে বা চলা হতে বিরত হতে প্রবৃত্ত করে। ধারা ৩৫০ অপরাধজনক বলপ্রয়ােগ কোন লা...