- Get link
- X
- Other Apps
Paragraph - A Sleepless Night প্যারাগ্রাফ- একটি বিনিদ্র রজনী
Paragraph - A Sleepless Night
Sleep is the soothing balm of life. It keeps man fresh and active. It removes tiredness and monotony. During sleep. a man gets rest and afterwards he can resume his work. But sleepless night is unwanted. It is horrible to everyone. It keeps man in tension. It decays man's stamina. To pass a sleepless night is really unbearable. A sleepless man becomes restless and cranky. He does not get peace of mind. Everywhere he is in frustration. Evil thoughts engulf his total sense. He does not get attention to work. A sleepless man has to rise up from bed again and again. He tries to sleep but fails. He has to keep late hours while others are in the world of sleep. It seems some forces keep away sleepiness from his eyes. His eyes blink. As night passes he grows pathetic. Life becomes burden to him. He becomes haunted. The bed room seems a cell to him. It seems that the pillow, bed and other things mock at him. At a stage, he is forced to think suicide. Thus a sleepless night is really dreadful and horrific.
প্যারাগ্রাফ- একটি বিনিদ্র রজনী
নিদ্রা স্বাচ্ছন্দ জীবনের উপশমক। এটি মানুষকে সজীব ও সক্রিয় রাখে। এটি ক্লান্তি ও একঘেয়েমী দূর করে। ঘুমের সময় একজন মানুষ বিশ্রাম নেয় এবং পরে সে তার কাজ করতে পারে। কিন্তু বিনিদ্র রজনী অপ্রত্যাশিত। এটি প্রত্যেকের কাছে ভয়াবহ। এটি মানুষকে মানসিক চাপে রাখে। এটি মানুষের নৈতিক দৃঢ়তা ক্ষয় করে। নিদ্রাহীন রাত কাটানো সত্যিই অসহনীয়। নিদ্রাহীন ব্যক্তি অস্থির ও দিশেহারা হয়ে পড়ে। সে মনে শান্তি পায় না। সর্বদাই সে নিরাশ থাকে। কুচিন্তা তার বিচারবুদ্ধি গ্রাস করে ফেলে। সে কাজে মন বসাতে পারে না। নিদ্রাহীন ব্যক্তি বারবার বিছানা ছেড়ে উঠে পড়ে। সে ঘুমানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তাকে অধিক রাত পর্যন্ত জেগে থাকতে হয় যখন অন্যরা ঘুমের রাজত্বে থাকে। বোধ হচ্ছে কিছু শক্তি তার চোখ থেকে নিদ্রালুতাৰ কেড়ে নিয়ে যাচ্ছে। তার চোখ মিটমিট করছে। যেন রাত কাটছে সে করুণ হয়ে জন্ম নিয়েছে। জীবন তার কাছে বোঝা হয়ে উঠে। সে উন্নত হয়ে যায়। শয়নকক্ষকে তার কাছে প্রকোষ্ঠ বলে মনে হয়। বোধ হচ্ছে যে বালিশ, বিছানা ও অন্যান্য জিনিস তার সাথে বিদ্রুপ করছে। এ অবস্থায় তাকে আত্মহত্যার চিন্তা করতে বাধ্য করা হয়। সুতরাং, নিদ্রাহীন রাত সত্যিই ভয়ংকর ও লোমহর্ষক।