- Get link
- X
- Other Apps
Essay - Your Childhood Memories রচনা - তোমার শৈশবকাল
Essay - Your Childhood Memories
Introduction: Human life flows like current of water. The past memories create sensational effect on us. When we recall our childhood days, we remember the happiest and ever desirable memories of life. Whenever, I am fed up at the present situations, I back to my childhood days and try to suck the essence of past glories.
My birth and parentage: I was the youngest child of my parents. I was born in a small cottage in a village. When I was born, the day was covered with black clouds. So, my grand father named me 'kala'. I was called by everyone by this name. My father was a farmer I lived happily in the midst of my parents, brothers, sisters and grand parents.
Love and affection: There existed the overflow of love and affection in our house. As I was the youngest son, I was the apple of eye to everyone. All the members of my family showered effusive love and affection on me.
My grand parents: My childhood days were really very pleasurable. My grand parents were highly attached to me. I passed my afternoon amidst of my grand parents. I escorted them bringing betel- nut and other daily necessities. In the evening, when the moon rose on the horizon, my grand mother set a mat on the yard and we sat there. She told funny stories. I listened to these stories keeping my head on her soft lap. I was thrilled at these stories.
The river side: A small river flows beside our house. I went to this river with my brother. We passed time there. We bathed and caught fish on that river. In summer, the river was almost dried up. Then we played cricket on the bank and slept on the gentle breeze. In rainy season, the river was full to the brim. We did not go there then. From a distance, I enjoyed the beauties of nature.
The village playground: There was a playground in our village. There my elder brother went to play. I also went there to play with my fellows. Various types of sports were held there. Sometimes I played and sometimes I watched the play of the elders. When I played with my fellows, I used to forget other things. Sometimes it grew dark and my grandmother called me back home. At that time, my mother used to rebuke, but I felt enormous joy at her rebukes.
Tending of cows: The tending of cows was another fantastic memory of my childhood. We had a number of bullocks and cows. I went to tend the cows with our cow- boy. I passed time there with other boys. When the cows grazed, we waited and played ha-du-du or other games.
The cultivable land and bringing of date juice: My childhood days were spent in idyllic atmosphere. My father cultivated lands. I went to our lands along with our labours. They welcomed me very much. If anytime I was tired, they took me on their laps. When we had to cross the canal to go to fields, the labours put me on their back to cross it. Sometimes I fell asleep on our lands. Another interesting job of my childhood was to bring the date juice in winter. I went to our date garden wearing shawl and muffler on my body. I climbed the date tree and got the pitchers of juice down from the tree.
Reading at evening: I used to read in the evening. My grandfather first taught me how to write. My elder brother also helped me in that case. I still memorise that I used to fall asleep while reading in the evening. My mother called me to eat supper.
Conclusion: How happy my childhood days were! Still I cherish the sweet memories of my childhood days. When I fall into deep pit of din and bustle of city life, I chew the past. I wish I were a child again.
রচনা - তোমার শৈশবকাল
ভূমিকাঃ মানুষের জীবন পানির প্রবাহের মতো প্রবাহিত হয়। অতীত স্মৃতি আমাদের উপর চাঞ্চল্যকর প্রভাব সৃষ্টি করে। আমরা যখন আমাদের শৈশবের দিনগুলোর কথা স্মরণ করি, তখন আমরা জীবনের সবচেয়ে সুখের, অত্যন্ত কাঙ্ক্ষিত স্মৃতিগুলো মনে করি। যখনই আমি বর্তমান পরিস্থিতিতে বিরক্ত হই, তখন আমি শৈশবের দিনগুলোতে ফিরে যাই এবং অতীত গৌরবের নির্যাসকে মন্থন করার চেষ্টা করি।
আমার জন্ম ও বংশ পরিচয়: আমি আমরা পিতা-মাতার কনিষ্ঠ পুত্র। আমি গ্রামের একটি কুটিরে জন্মগ্রহণ করি। আমার জন্মের সময় দিনটি কালো মেঘে ঢাকা ছিল। তাই আমার দাদা আমার নাম দিয়েছিলেন কালা। সবাই আমাকে এই নামে ডাকতো। আমার বাবা ছিলেন একজন কৃষক। আমি পিতা-মাতা, ভাই-বোন ও দাদা-দাদির সাথে সুখে বাস করতাম।
স্নেহ-মমতা: আমাদের পরিবারে স্নেহ-মমতার প্রাচুর্যের অভাব ছিল না। আমি কনিষ্ঠ পুত্র হওয়ায় আমি ছিলাম সকলের নয়নের মণি। আমার পরিবারে সকল সদস্যের স্নেহ-ভালোবাসা অবাধে আমার উপর বর্ধিত হতো।
আমার দাদা-দাদি: আমার শৈশবের দিনগুলো ছিল সত্যিই আনন্দায়ক। আমার দাদা-দাদি ছিলেন আমার সাথে খুব সংশ্লিষ্ট। আমি দাদা-দাদির সাথে আমার বিকালটা কাটাতাম। পান, সুপারি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিয়ে আমি তাদের সার্বক্ষণিক সহচর হতাম। তিনি মজার মজার গল্প বলতেন, আমরা তার নরম কোলে মাথা রেখে শুনতাম। এই গল্পগুলো শুনে আমরা রোমাঞ্চিত হতাম।
নদীর ধারে: আমাদের বাড়ির পাশ দিয়ে একটি ছোট নদী প্রবাহিত হতো। আমি আমার ভাইকে সাথে নিয়ে নদীর ধারে যেতাম। আমরা সেখানে সময় কাটাতাম। আমরা ঐ নদীতে গোসল করতাম ও মাছ ধরতাম। গ্রীষ্মকালে নদী প্রায় শুকিয়ে যেত। তখন আমরা নদীর পাড়ে ক্রিকেট খেলতাম ও মৃদুমন্দ বাতাসে ঘুমিয়ে পড়তাম। বর্ষাকালে, নদীটি কানায় কানায় ভরে উঠত। তখন আমরা সেখানে যেতাম না। দূর থেকে, আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম।
গ্রামের খেলার মাঠ: আমাদের গ্রামে একটি খেলার মাঠ ছিল। সেখানে আমার বড় ভাই খেলতে যেত। আমিও আমার সঙ্গীদের সাথে সেখানে খেলতে যেতাম। বিভিন্ন ধরনের খেলাধুলা সেখানে অনুষ্ঠিত হতো। কোন কোন সময় আমি খেলতাম এবং কোন কোন সময় বড়দের খেলা দেখতাম। যখন আমি আমার সঙ্গীদের সাথে খেলতাম, তখন আমি সবকিছু ভুলে যেতাম। কোন কোন সময় অন্ধকার হয়ে যেত এবং আমার দাদিমা আমাদের ডেকে বাড়ি নিয়ে আসতেন। ঐ সময়, আমার মা আমাদের ভর্ৎসনা করতেন, কিন্তু আমি তার ভর্ৎসনায় অনেক আনন্দ পেতাম।
গরু চরানোঃ গরু চরানো ছিল আমার শৈশব কালের অপর একটি অদ্ভুত অভিজ্ঞতা। আমাদের অসংখ্য ষাঁড় ও গাড়ী ছিল। আমি আমাদের রাখালের সাথে গরু চরাতে যেতাম। আমি অন্যান্য বালকদের সাথে সেখানে সময় কাটাতাম। যখন গরু চরতো, তখন আমরা অপেক্ষা করতাম ও হা-ডু-ডু অথবা অন্যান্য খেলা খেলতাম।
আবাসযোগ্য জমি ও খেজুরের রস আনা: আমার বাল্যকাল মনোরম পরিবেশে কেটেছে। আমার বাবা জমি চাষ করতেন। আমি শ্রমিকদের সাথে আমাদের জমিতে যেতাম। তারা আমাকে বেশ স্বাগত জানাত। যদি কোন সময় আমি ক্লান্ত হতাম, তখন তারা আমাকে তাদের কোলে নিত। যখন আমাদের মাঠে যেতে খাল পাড়ি দিতে হতো, তখন শ্রমিক আমাকে তাদের পিঠে করে পার করে নিত। কোন কোন সময় আমি আমাদের মাঠে ঘুমিয়ে পড়তাম। আমার শৈশব কালে অপর মজার কাজ ছিল শীতকালে খেজুরের রস আনা। আমার শরীরে শাল ও মাফলার জড়িয়ে আমি আমাদের খেজুর বাগানে যেতাম। আমি খেজুর গাছে চড়ে গাছ থেকে রসের হাড়ি নামাতাম ।
সন্ধ্যায় অধ্যয়ন: আমি সন্ধ্যায় পড়াশুনা করতাম। আমার দাদা প্রথমে আমাকে লেখা শিখিয়েছিলেন। আমার বড় ভাই এ ব্যাপারে আমাকে সাহায্য করতো। আমি এখনো স্মরণ করতে পারি যে যখন আমি সন্ধ্যায় পড়তে বসতাম তখন আমি ঘুমিয়ে পড়তাম। আমার মা আমাকে নৈশ ভোজে ডাকতেন।
উপসংহার: আমার শৈশবের দিনগুলো কি সুখেরই না ছিল। আমি এখনো আমার শৈশবের দিনগুলোর মধুর স্মৃতি লালন করি। আমি যখন নগর জীবনের হইচই শব্দে গভীর অতলে তলিয়ে যাই, তখন আমি অতীতকে রোমান্থন করি। আমি যদি আবার শিশু হতে পারতাম।