Skip to main content

Essay - Your Aim in Life রচনা - তোমার জীবনের লক্ষ্য

Essay - Your Aim in Life  রচনা - তোমার জীবনের লক্ষ্য 

Essay - Your Aim in Life

Introduction: Man is the best creation of God. He is endowed with reasonable faculties and intellects. He has to make his life significant and successful. He has to select a right path to get success in life. So everyone should be careful in selecting his profession at the early stage of life. 

Importance of selecting professions: The importance of the selection of profession is highly essential for a man. Right choice or a profession leads one to success, happiness and peace. A choiceless man is like a boat without a rudder. He can not succeed in life. To reach the destination of success, we have to select our choice on the right basis. A fixed choice helps a man to shine in life.  

Different professions: Choices differ from person to person. Different men have different aims in life. Some want to be doctor, some want to be engineer, some want to be businessmen while some others want to be politicians and so on. Among various choices, one feels difficulties in selecting his right one. In this cases parents, teachers and others can help a man to select his own.  

My choice: I am the only son of my parents. They have high ambitions concerning me. My father wants me to be a doctor while my mother wishes me to be a teacher. Among these two, I have valued my mother's choice. I have decided whole heartedly to become a teacher in life. I have strong attractions for this profession. I think I will be highly pleased if I can become a good teacher in my life.  

Reasons for my choice: I want to do a noble work for my motherland. Our country is very poor. Most of our people are illiterate. Only 62.3% of our population is literate. An illiterate man is no better than a beast. This illiteracy is the cause of our backwardness. So, removing of this illiteracy is a crying need now-a-days. I have decided to take this task of removing illiteracy. A teacher can organize the young men and enable them to be literate. He can flourish the hidden talent of the students. He can help them to be good citizens. Considering these, I have put importance on the profession of teaching. 

Preparation: I am a S.S.C. examinee now. After passing my S.S.C, I will get myself admitted into a college. There I will pass my H.S.C. and B.A. After that I will complete my B. Ed and M. Ed course. To reach my goal, I need hard labour and perseverance. I am ready for this.  

Service: After obtaining all these degrees, I will sit for the teachers selection exam. After this, I will join a secondary school as a teacher. I will choose the rural area. I will devote myself to teach the people. I will guide my students to the path of truth. I will not neglect my duties. I will sincerely teach the students. I will give them cordial lectures and take weekly exams. I will also teach my students to the path of religiosity and good citizenship. I have also decided that I will never rebuke or punish any students. If any student fails to understand any point, I will clear them easily until he understands it.

 Conclusion: A suitable profession is like a torch to go ahead for a man. I will work relentlessly on my profession. In fact, I will become a successful man depending on my choice. 

রচনা - তোমার জীবনের লক্ষ্য 

ভূমিকাঃ মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাকে যুক্তিসংগত ধীশক্তি ও বুদ্ধিবৃত্তি দান করা হয়েছে। তাকে তার জীবনকে তাৎপর্যপূর্ণ ও সফল করে তুলতে হয়। জীবনে সাফল্য লাভ করতে, তাকে সঠিক পথ নির্ধারণ করতে হয়। তাই, প্রত্যেককে জীবনের প্রাথমিক স্তরে তার পেশা নির্ধারণের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। 

পেশা নির্ধারণের গুরুত্বঃ পেশা নির্ধারণের গুরুত্ব একজন মানুষের জন্য অত্যধিক অপরিহার্য। সঠিক পেশা বাছাই কাউকে সাফল্য, সুখ ও শান্তির পথ দেখায়। পেশা নির্বাচনহীন ব্যক্তি হালহীন নৌকার মতো। সে জীবনে সাফল্য লাভ করতে পারে না। সাফল্যের গন্তব্যে পৌঁছতে, সঠিকভাবে আমাদের পছন্দকে নির্বাচন করতে হবে। নির্ধারিত পছন্দ একজন মানুষকে জীবনে উন্নতি করতে সাহায্য করে।  

বিভিন্ন পেশা: পছন্দ ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয়। বিভিন্ন লোকের জীবনের লক্ষ্য বিভিন্ন রকমের। কেউ চিকিৎসক হতে চায়, কেউ প্রকৌশলী হতে চায়, কেউ ব্যবসায়ী হতে চায়। পক্ষান্তরে অন্যরা কেউ কেউ রাজনীতিবিদ ইত্যাদি হতে চায়। বিভিন্ন পছন্দের মধ্যে কেউ তার সঠিকটি পছন্দ করতে অসুবিধা অনুভব করে। এক্ষেত্রে পিতামাতা, শিক্ষক ও অন্যরা একজন মানুষকে তার পছন্দ নির্বাচনে সাহায্য করতে পারে।  

আমার পছন্দ: আমি আমার পিতামাতার একমাত্র সন্তান। আমাকে নিয়ে তারা খুব উদ্বিগ্ন। আমার বাবা চান আমাকে চিকিৎসক হতে পক্ষান্তরে আমার মা ইচ্ছা করেন আমি শিক্ষক হই। এই দুইয়ের মধ্যে, আমি আমার মায়ের পছন্দকে মূল্যায়ন করেছি। আমি সর্বান্তকরণে সিদ্ধান্ত নিয়েছি জীবনে শিক্ষক হতে। এই পেশার প্রতি আমার প্রবল আকর্ষণ আছে। আমি মনে করি যদি আমি জীবনে শিক্ষক হতে পারি, তাহলে আমি খুব আনন্দিত হব।  

আমার পছন্দের কারণ: আমি আমার মাতৃভূমির জন্য একটি মহৎ কাজ করতে চাই। আমাদের দেশ খুব দরিদ্র। আমাদের অধিকাংশ লোক নিরক্ষর। আমাদের জন্যসংখ্যার মাত্র ৬২.৩% অক্ষর জ্ঞান সম্পন্ন। একজন নিরক্ষর লোক পশুর চেয়ে উন্নততর নয়। এই নিরক্ষরতা আমাদের পশ্চাদপদতার কারণ। তাই, এই নিরক্ষরতা দূরীকরণ আজকের অত্যাবশ্যকীয় প্রয়োজন। আমি সিদ্ধান্ত নিয়েছি এই নিরক্ষরতা দূরীকরণের কাজ হাতে নিতে। একজন শিক্ষক যুবকদের সংগঠিত করতে এবং তাদের শিক্ষিত করতে পারে। তিনি ছাত্রদের লুকায়িত প্রতিভাকে প্রস্ফুটিত করে তুলতে পারেন। তিনি তাদেরকে সুনাগরিক হতে সাহায্য করতে পারেন। এসব বিবেচনা করে, আমি শিক্ষকতাকে পেশা হিসেবে গুরুত্ব দিয়েছি।  

প্রস্তুতিঃ আমি এখন একজন মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর, আমি একটি কলেজে ভর্তি হবো। সেখান থেকে উচ্চ মাধ্যমিক ও বি.এ. পাস করবো। তারপর আমি বি.এড.ও.এম.এড কোর্স সম্পূর্ণ করবো। আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে আমার প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আমি  এর জন্য প্রস্তুত ।  

সেবা: এসব ডিগ্রি লাভ করার পর, আমি শিক্ষক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবো। এরপর শিক্ষক হিসেবে মাধ্যমিক স্কুলে যোগদান করবো। আমি পল্লি অঞ্চলকে বেঁচে নিব। কারণ, এই অঞ্চলের লোকেরা প্রধানত নিরক্ষর এবং অবহেলিত। আমি মানুষের শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করবো। আমি শিক্ষার্থীদের সত্যের পথে পরিচালিত করবো। আমি আমার কর্তব্যে অবহেলা করবো না। আমি নিষ্ঠার সাথে ছাত্রদের শিক্ষা দিব। আমি তাদেরকে আন্তরিক বক্তৃবা দিব ও সাপ্তাহিক পরীক্ষা নিব। আমি ছাত্রদের ধর্মপরায়ণতা ও সুনাগরিকত্বের পথে শিক্ষা নিব। আমি এও সিদ্ধান্ত নিয়েছি যে আমি কখনো কোন ছাত্রকে ভর্ৎসনা করব না বা শান্তি দিব না। আমি কখনো বিরক্ত হব না। যদি কোন ছাত্র কোন বিষয় বুঝতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে সহজভাবে পরিষ্কার করে দিব যতক্ষণনা সে এটি বুঝতে পারে।  

উপসংহার: একজন মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি উপযুক্ত পেশা একটি টর্চের আলোর মতো। আমি বিরামহীনভাবে আমরা পেশায় কাজ করবো। আমার পছন্দের উপর নির্ভর করে, আমি একজন সফল মানুষ হব।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...