Skip to main content

Essay - Unemployment Problem in Bangladesh রচনা - বাংলাদেশে বেকার সমস্যা

Essay - Unemployment Problem in Bangladesh রচনা - বাংলাদেশে বেকার সমস্যা 

Essay - Unemployment Problem in Bangladesh

Introduction: Unemployment is a great problem. This problem is prevalent everywhere. No country in the world is free from this. In our country, this problem is very acute and all-grasping 

What is unemployment?: When the number of people in a-particular country or area not having a job or called unemployment.  

Unemployment in Bangladesh: Bangladesh is a poor country. This country has a lot of problems. Unemployment problem is the greatest of them. Our plans and projects are being failed because of this unemployment.  

Causes of it: The unemployment problem is increasing at an alarming rate in our country. There are many reasons behind this which are as follows:  

i. Population growth: Bangladesh is a largely populated country. Our resources and employment facilities are not increasing keeping pace with it. Our growing population fail to get job. So they are bound to remain unemployed. 

ii. Lack of job facilities: Since our independence, there have not created opportunities for work and job. Still our country is passing days in want, hunger and diseases. The lack of job facilities is accelerating unemployment problems.  

iii. Increase of educated people: The number of educated people in our country is increasing. The educated youths are frustrated when they find the limited job scopes.  

iv. Foreign dependence: After 46 years of independence, our country yet has not achieved economic stability. We have to depend on foreign aid. At this, the industrial institutions can not be established. As a result, unemployment problem is created.  

Ways to solve it: Unemployment problem has become a wide-spread problem in our country. We have to remove this. We should do the followings:  

i. Creation of vacancies in government offices: The government should create more opportunities of jobs in its offices. If we can create more opportunities, our educated people will get jobs which will lessen the unemployment problems.  

ii. New industries, mills and factories: We have to create new industries, mills and factories. There our educated youths will be employed and our manpower will be skilled. This will enhance our development and decrease the unemployment problem.  

iii. Vocational education: Vocational and technical education should be included along with traditional education Courses on agriculture, poultry rearing and breeding, sewing, wielding () must be innovated in our courses. This will help to decrease the unemployment problem from the country  

Conclusion. We have to remove unemployment. If everyone along with our government work together, the unemployment problem will be removed from our country.

রচনা - বাংলাদেশে বেকার সমস্যা 

 ভূমিকা: বেকারত্ব একটি বড় সমস্যা। এ সমস্যা সর্বত্র ব্যাপক। বিশ্বের কোন দেশই এ সমস্যামুক্ত নয়। আমাদের দেশে, এ সমস্যা খুব প্রকট ও সর্বগ্রাসী। বেকারত্ব কী?: যখন কোন নির্দিষ্ট দেশ বা অঞ্চলের অনেক সংখ্যক লোকের কর্মসংস্থান থাকে না, তখন তাকে বেকারত্ব বলে।  

বাংলাদেশে বেকারত্ব: বাংলাদেশ একটি গরিব দেশ। এ দেশটির প্রচুর সমস্যা রয়েছে। তাদের মধ্যে বেকার সমস্যা সবচেয়ে প্রকট। এ বেকারত্বের কারণে আমাদের পরিকল্পনা ও প্রকল্প ব্যর্থ হচ্ছে।  

বেকারত্বের কারণ: আমাদের দেশে বেকার সমস্যা বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে অনেক কারণ রয়েছে যা নিম্নে প্রদত্ত হলো।  

১. জনসংখ্যা বৃদ্ধিঃ বাংলাদেশ বৃহত্তম জনবহুল দেশ। এর জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের সম্পদ এবং কর্মসংস্থানের । সুবিধা বৃদ্ধি পাচ্ছে না। আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা কাজ পেতে ব্যর্থ হচ্ছে। তাই তারা বেকার থাকতে বাধ্য হয়।

২. কাজের সুবিধার অভাব: আমাদের স্বাধীনতার পর হতে এখানে কাজ ও চাকরির সুযোগ সৃষ্টি হয়নি। এখনো আমাদের দেশ অভাব, ক্ষুধা, রোগব্যাধির মধ্য দিয়ে অতিক্রম করছে। এভাবে কর্মসংস্থানের অভাব বেকার সমস্যাকে ত্বরান্বিত করছে।  

৩. শিক্ষিত লোকের বৃদ্ধি: আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সীমাবদ্ধ কাজের সুযোগ দেখে, শিক্ষিত যুবকরা হতাশ। কর্মসংস্থানের অভাবের কারণে, এই অধিক সংখ্যক শিক্ষিত লোকের বেকার থাকতে হচ্ছে।

৪. বৈদেশিক নির্ভররতা: ৪৬ বছর পরও, আমাদের দেশ এখন পর্যন্ত অর্থনৈতিক স্থায়িত্ব অর্জন করতে পারেনি। আমাদেরকে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। এতে শিল্প  প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারছে না। ফলে, বেকার সমস্যা সৃষ্টি হচ্ছে।  

সমাধানের উপায়: বেকার সমস্যা আমাদের দেশে ব্যাপক বিস্তৃত সমস্যা হয়ে পড়েছে। আমাদেরকে এটি দূর করতে হবে। আমাদের নিম্নলিখিত কাজগুলো করা উচিত। 

১. সরকারি অফিসে কর্মখালি সৃষ্টিকরণ: সরকারের উচিত অফিসে আছো অধিক কাজের সুযোগ সৃষ্টি করা। যদি আমরা আরো সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের শিক্ষিত লোকেরা কাজ পাবে যা বেকার সমস্যা কমাবে। 

২. নতুন শিল্প, কল কারখানা: আমাদের নতুন শিল্প, কলকারখানা স্থাপন করতে হবে। সেখানে আমাদের শিক্ষিত যুবকরা নিয়োজিত হবে ও আমাদের জনশক্তি দক্ষ হয়ে উঠবে। এটি আমাদের উন্নয়নকে বর্ণিত করবে এবং বেকার সমস্যা কমিয়ে আনবে।

৩. বৃত্তিমূলক শিক্ষা: ঐতিহ্যগত শিক্ষার সাথে বৃত্তিমূলক ও প্রায়োগিক শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত। এতে ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষার পর্ব শেষ করে, তারা কাজ পাবে। কৃষি পর্বে হাস-মুরগি পালন ও প্রজনন, সেলাইয়ের কাজ, ঢালাইয়ের কাজ আমাদের পর্বে প্রর্বর্তন করতে হবে। এটি আমাদের দেশ থেকে বেকার সমস্যা কমিয়ে আনতে সাহায্য করবে।  

উপসংহার: আমাদের বেকারত্ব দূর করতে হবে। যদি প্রত্যেকে আমরা সরকারের সাথে একত্রে কাজ করি, তাহলে আমাদের দেশ থেকে বেকার সমস্যা দূরীভূত হবে।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...