- Get link
- X
- Other Apps
Essay - Rivers of Bangladesh রচনা - বাংলাদেশের নদ নদী
Essay - Rivers of Bangladesh
Introduction: Bangladesh is a land of rivers. All the rivers keep our existence on their breast. The lives of our people are shaped by these rivers. These rivers add the beauties of our country.
Kinds and sources of rivers: Bangladesh is criss-crossed with numerous rivers. There are different kinds of rivers-the main rivers, the branches and the tributaries. Most of the rivers have their origin in the Himalayas and fall in the Bay of Bengal.
The important rivers: There are hundreds of big and small rivers in our country. All these rivers surround our country in a zigzag manner. During the rainy season, all the rivers are full to the brim. At that time some of them look like big arms of the sea. In the dry season, some small rivers dry up and they look like skeletons of rivers. The principal rivers in our country are the Padma, the Meghna, the Jamuna, the Karnafuli, the Dhaleswari, the Teesta, the Mahananda, the Pashur, the Madhumati, the Surma, the Kacha, the Brahmaputra etc.
(i) The Padma: The Padma is the main river in our country. It enters into Bangladesh through the south-west corner of Rajshahi district. It mixes with the Jamuna at Goalandh. Its tributaries are the Mathabangha, the Bhairab etc.
(ii) The Meghna: The Meghna enters in Bangladesh through the district of Sylhet. It mixes with the Padma at Chandpur and then falls into the Bay of Bengal. The Titas and the Dakatia are its two branches.
(iii) The Brahmaputra: This rivers enter in our country through Kurigram district. It is divided into two parts in Mymensingh. One of it takes the name of the Jamuna and meets with the Padma at Goalandh.
(iv) The Jamuna: The Jamuna enters into Bangladesh through the Asam of India. Its one tributary is the Teesta and a branch is Dhaleswari.
(v) The Karnafuli: Flowing through the Chittagong district this river falls into the Bay of Bengal. Its main tributaries are the Kasalong, the Halda, the Boalkhali etc.
Importance of rivers in our national economy: The rivers play a vital role for the people of Bangladesh. Their roles can not be described easily. Their roles can be summarized as follows:
(i) In agriculture: Bangladesh is an agricultural country. Our agriculture largely depends on the irrigation from these rivers. The rivers help to cultivate our lands in dry season. The rivers also make the lands fertile by supplying alluvium to the fields. Paddy, wheat, sugarcane and other agricultural products grow well because of the irrigation from these rivers.
(ii) Supply of fish: The rivers are the source of fish. Numerous types of fishes can be found from these rivers. The Padma is the home of Hilsha fish. Thus the rivers provide necessary protein for the Bangladeshis.
(iii) Trade and commerce: River communication is one of the important communications in Bangladesh. This is comparatively cheap communication. The steamers, launches, boats etc. carry passengers and different products from one place to another. Thus this helps to create trade and commerce. Again, most of the hats, bazars, towns, factories, mills etc. are situated on the bank of the rivers. Thus rivers highly help to expand trade and commerce for us.
(iv) Source of economy: Rivers are the source of our economy. We can export food to other countries through rivers and can earn foreign money. Many people are employed in fishing in the rivers. Thus rivers help to solve the unemployment problems as well.
(v) Source of power : Flowing water of the rivers is a source of energy and power. We can use rivers to produce electricity. The Karnafuli Hydro-Electric Project is an instance of this. (vi) Influence of life: The rivers exert great influence on our life. The people living near the rivers have been shaped by these rivers. Our poets, novelists etc. get their essential themes from these rivers. Our literature greatly owes to these rivers.
Bad effects of the river: Our rivers have some bad effects too. When they overflow their banks and embanks, there create floods. These destroy our lives and property. By changing this courses, our rivers also harm us by devastating different places.
Conclusion: Our rivers are our pride. They help us in numerous ways. They add our beauty and boost our economy. They are an important part of our country.
রচনা - বাংলাদেশের নদ নদী
ভূমিকাঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ। সকল নদ-নদী তাদের বক্ষের মধ্যে আমাদের অস্তিত্বকে ধরে রেখেছে। এই নদীগুলো আমাদের মানুষের জীবনকে সুবিন্যস্ত করে। এই নদীগুলো আমাদের দেশের সৌন্দর্যকে বর্ধিত করে।
নদীর প্রকার ও উৎস: অসংখ্য নদ-নদী বাংলাদেশকে জালের মতো ছেয়ে রেখেছে। বিভিন্ন ধরনের নদ-নদী আছে- প্রধান নদী, শাখা নদী ও উপনদী। অধিকাংশ নদীর উৎস হিমালয় পর্বত এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
গুরুত্বপূর্ণ নদী: আমাদের দেশে শত শত ছোট বড় নদী আছে। এসব নদী আমাদের দেশকে আঁকাবাঁকা অবস্থায় বেষ্টন করে আছে। বর্ষা মৌসুমে সব কানায় কানায় ভরে উঠে। সে সময়ে তাদের কয়েকটিকে সমুদ্রের বড় বাহুর মতো মনে হয়। খরা মৌসুমে, কতকগুলো ছোট নদী শুকিয়ে যায় এবং তাদেরকে নদীর কঙ্কালের মতো দেখায়। আমাদের দেশে প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ধলেশ্বরী, তিস্তা, মহানন্দা, পশুর, মধুমতি, সুরমা, ব্রহ্মপুত্র ইত্যাদি।
পদ্মা: পদ্মা আমাদের দেশের প্রধান নদী। এটি রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম কোন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দে যমুনার সাথে মিশেছে। মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি এর উপনদী।
মেঘনাঃ মেঘনা সিলেটের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তিতাস ও ডাকাতিয়া এর দুটি শাখা নদী।
ব্রহ্মপুত্র: এই নদী কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি ময়মনসিংহে দুই ভাগে বিভক্ত হয়েছে। এর এক শাখা যমুনা নাম ধারণ করে গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়েছে।
যমুনা: যমুনা ভারতের আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর একটি উপনদী তিস্তা ও শাখা ধলেশ্বরী।
কর্ণফুলীঃ এই নদী চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের পতিত হয়েছে। এর প্রধান উপনদীগুলো কাসালং, হালদা, বোয়ালখালী ইত্যাদি ।
আমাদের জাতীয় অর্থনীতিতে নদীর গুরুত্ব: বাংলাদেশের জনগণের জন্য নদী অপরিহার্য ভূমিকা পালন করে। তাদের ভূমিকা সহজেই বর্ণনা করা যায় না। তাদের ভূমিকা নিম্নে সংক্ষেপে উপস্থাপিত করা হলো:
কৃষিতে: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আমাদের কৃষিকাজ এই নদীগুলো হতে পানি সেচের উপর নির্ভরশীল। এই নদীগুলো খরা মৌসুমে আমাদের জমিতে চাষাবাদে সাহায্য করে। এই নদীগুলো জমিতে পলিমাটি সরবারাহ করে জমিকে উর্বরও করে। এই নদীগুলো হতে পানি সেচের কারণে ধান, গম, আখ ও অন্যান্য কৃষিজ উৎপন্ন দ্রব্য ভালো জন্মে।
মৎস্য সরবরাহ: নদী মাছের উৎস। অসংখ্য ধরনের মাছ এসব নদীতে পাওয়া যায়। পদ্মা ইলিশ মাছের আবাস। এভাবে নদী বাংলাদেশিদের জন্য প্রোটিনের যোগান দেয় ।
ব্যবসায় ও বাণিজ্য: নৌ যোগাযোগ বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ। এটি তুলনামূলক সস্তা যোগাযোগ। স্টিমার, লঞ্চ, নৌকা ইত্যাদি যাত্রী ও বিভিন্ন উৎপন্ন দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে বহন করে। এভাবে এটি ব্যবসায় ও বাণিজ্যে সহায়তা করে। আবার অধিকাংশ, হাট, বাজার, শহর, কারখান মিল ইত্যাদি নদীর তীরে অবস্থিত। এভাবে নদী আমাদের জন্য ব্যবসায় ও বাণিজ্যে অত্যধিক পরিমাণে সাহায্য করে।
অর্থনীতির উৎসঃ নদী আমাদের অর্থনীতির উৎস। আমরা নদীপথে জিনিসপত্র e অন্যান্য দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। অনেক লোক নদীতে মৎস্য শিকারে নিয়োজিত। এভাবে নদী বেকার সমস্যার সমাধানেও সাহায্য করতে পারে।
শক্তির উৎসঃ প্রবহমান নদীর পানি উদ্যম ও শক্তির উৎস। আমরা নদীকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারি। কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প এর উদাহরণ। জীবনের উপর প্রভাব। নদী আমাদের জীবনের উপর বিপুল প্রভাব সৃষ্টি করে। নদীর পাড়ে বসবাসকারী মানুষ, নদীর প্রভাবে গঠিত হয়। আমাদের কবি, উপন্যাসিক নদী থেকে তাদের প্রয়োজনীয় মূলভাব পেয়ে থাকে। আমাদের সাহিত্য ব্যাপকভাবে এগুলোর কাছে ঋণী।
নদীর মন্দ প্রভাবঃ আমাদের নদীগুলোর মন্দ প্রভাবও আছে। যখন এরা এদের কূল ও বাঁধ প্লাবিত করে, তখন বন্যার সৃষ্টি হয়। এরা আমাদের জীবন ও সম্পত্তি ধ্বংস করে। এই গতি পরিবর্তন করে, আমাদের নদীগুলো বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের ক্ষতিও করে।
উপসংহারঃ আমাদের নদীগুলো আমাদের গর্ব। এগুলো আমাদের অনেকভাবে সাহায্য করে। এরা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে ও অর্থনীতির উন্নতি ঘটায়। এরা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ।