- Get link
- X
- Other Apps
Essay - Price Hike রচনা - দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
Essay - Price Hike
Introduction: Bangladesh is a small country with growing problems. Among all problems, price hike is a great one-. The problem has spread its evil clutch all over the country. I Prices of everything are increasing day by day. People of fixed and limited income are suffering a lot. All are getting concerned with this problem.
Price hike: When price goes out of buying capacity, it is called price hike.
Causes: There are many causes behind it. The first and foremost cause is over population. The small country cannot produce enough food for its increasing population. Man-made crisis of commodities is another cause. Dishonest business men do it for higher profits. Business syndicate, smuggling and corruption are also responsible for it. Our political instability greatly contributes to it. Natural calamities help to increase prices. Price hike also depends on international market. Besides, anarchy and unawareness are responsible for it.
Effects: The effects of price hike are many. Most of the people are living under poverty line. So, their condition is becoming so miserable. Many of them have to remain hungry almost everyday. The poor children are leaving school in despair. There is no light of hope for them. They are working and struggling for survival. Thus child labour is increasing. For price hike, many are becoming sick for want of balanced food. They cannot afford to buy any medicine. For price hike, the poor are becoming poorer. The problem of price hike is hindering overall development of our country. It is so horrible.
Ways of solution: We have to take some immediate steps to bring down prices of essential commodities. At first, we have to control our population. Food production must be increased as soon as possible. Dishonest business men must be punished. For keeping price under control, we need political stability. The government should import essential commodities for a stable market. Farmers should be given easy-loan to produce food. The Government should store food to cope with any natural disaster. The government should also sell essentials for the poor at a low price.
Conclusion: In fine, we can say that price hike is a great problem. It should be solved at any cost. It is high time to solve the problem. Conscious people should work together with the government in this regard. Otherwise, we all fall into a great danger.
রচনা - দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
ভূমিকা : বাংলাদেশ বৃদ্ধিজনিত সমস্যাগ্রস্ত একটি ছোট দেশ। সব সমস্যাগুলোর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যতম একটি। সমগ্র দেশে সমস্যাটির খারাপ থাবা ছড়িয়ে পড়েছে। দিন দিন সবকিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে। নির্দিষ্ট ও সীমাবদ্ধ আয়ের মানুষ অনেক কষ্টভোগ পোহাচ্ছে। এই সমস্যার জন্য আমরা সাংঘাতিক ঝুঁকিতে রয়েছি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : যখন মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে।
কারণ : এর পিছনে অনেক কারণ আছে। প্রথম ও প্রধান কারণ অতিরিক্ত জনসংখ্যা। এর বর্ধিত জনসংখ্যার জন্য দেশ পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে পারে না। মানব ঘটিত পণ্যের সংকট হলো আরো একটা কারণ। অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য এটা করে। ব্যবসায়ী সিন্ডিকেট, চোরাকারবার এবং দুর্নীতি এর জন্য দায়ী। রাজনৈতিক অস্থিরতা এতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রাকৃতিক দুর্যোগও মূল্য বৃদ্ধি করতে সাহায্য করে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আন্তর্জাতিক বাজারের উপরও নির্ভর করে। এছাড়া, অরাজকতা এবং অসচেতনতা এর জন্য দায়ী।
ফলাফল : মূল্যবৃদ্ধির ফলাফল অনেক। অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সুতরাং তাদের অবস্থা আরো শোচনীয় হচ্ছে। তাদের মধ্যে অনেককেই প্রায় প্রতিদিন ক্ষুধার্ত থাকতে হয়। গরিব ছেলে মেয়েরা হতাশায় স্কুল ত্যাগ করছে। তাদের কোন আশার আলো নেই। তারা টিকে থাকার জন্য কাজ এবং সংগ্রাম করছে। শিশুশ্রম একারণে বৃদ্ধি পাচ্ছে। দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য অনেকে সুষম খাদ্যের অভাবে অসুস্থ হয়ে পড়ছে। তারা ওষুধ কিনতে সমর্থ হয় না। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য গরিব মানুষ আরো গরিব হচ্ছে। আমাদের দেশের সব উন্নতিতে দ্রব্য মূল্য বৃদ্ধির সমস্য বাধা দিচ্ছে। এটা অনেক ভয়ংকর।
সমাধানের উপায় : আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কিছু দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। যত দূর সম্ভব খাদ্য উৎপাদন বাড়াতে হবে। অসৎ ব্যবসায়ীদের শাস্তি দিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের রাজনৈতিক স্থিরতা দরকার। সরকারের একটি স্থায়ী বাজারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হবে। খাদ্য উৎপাদন করতে কৃষকদের সহজ শর্তে ঋণপ্রদান করতে হবে। সরকারকে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য খাদ্য গুদামজাত করতে হবে। সরকারকে গরিবদের জন্য কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে হবে।
উপসংহার : অবশেষে, আমরা বলতে পারি যে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি একটি বড় সমস্যা। যে কোন মূল্যে এটা সমাধান করা উচিত। এ সমস্যা সমাধান করার এখন উপযুক্ত সময়। সরকারের সাথে সচেতন মানুষদের কাজ করা উচিত। অন্যথায়, আমরা ভয়ানক বিপদে পতিত হবো।