- Get link
- X
- Other Apps
Essay - Practice of Democracy in Bangladesh রচনা - বাংলাদেশে গণতন্ত্রের অনুশীলন
Or,
Essay - Democracy and its Future in Bangladesh রচনা - বাংলাদেশে গণতন্ত্র এবং এর ভবিষ্যৎ
Democracy in Bangladesh
Introduction: Bangladesh is an independent country. It became independent in 1971 with democratic zeal and fervour. But democracy here is not established in all forms. Still we are searching the democracy here.
Definition of democracy: The word democracy is derived from Greek word 'Demos' which means people and 'Kratia' means rule or administration. It is rule of the people. Abraham Lincoln defined democracy as "Govt. of the people, by the people, for the people." It signifies that in democracy public opinion is highly recognized.
Characteristics of democracy: Democracy has certain characteristics. Firstly, it embodies equality, friendship and liberty. The aim of democracy is to see all eye to eye. Secondly, democracy sets to preserve the basic right of all people. Thirdly, the votes of people are preserved in democracy. People can elect their leaders through adult franchise. Fourthly, rule of law is ensured in democracy. Here all are equal in the eye of law. Fifthly, the elected persons are bound to the voters for their duties and responsibilities.
Democracy in Bangladesh: Bangladesh became free in 1971. But democracy here is still very weak. The hopes and efforts of parliamentary democracy in our country is long awaiting. After our independence, Bangladesh started with = parliamentary democracy. Our constitution of 1972 is the best indication. However, numerous amendments were 3 made in our constitution and this country went through military dictation for a lot of years. After a serious uproar in 1990, our country got rid of dictatorship ship and parliamentary democracy was restored. But after this, our country fails to imbibe democracy in full manner. Our political parties talk about democracy but do not practise it in real sense. Undemocratic elements like nepotism, bribery, corruption, partisan etc. are rampant in our country. Our institution has been destroyed. Our major political parties have made the country their children's game. The total people are hostage to them. We have a lot of political parties here but no other parties except Awami League and B.N.P have no basis in rural areas. Thus, the democracy in Bangladesh has not been established in the true sense.
Future of democracy in Bangladesh: Democracy in Bangladesh at present is in deep freeze. It is on the point of death to personal greed and avarice. Democracy here is now pressed at the hands of our political leaders who are selfish and hanker after power. The party in power and the oppositions are in extreme enmity. None can ascertain what will happen in our democracy. To boost up our democracy, the following steps should be taken:
i. Ill activities of the politicians must be stopped.
ii. The political parties must be registered and they must have democracy within them.
iii. Undemocratic activities like, strike, hartal, blockade etc. must be stopped.
iv. The political parties should value the result of the elections. Corruption, nepotism, bribe, terrorism, power of muscle must be checked.
v. Accountability, liberalism, will of the people and rule of law must be enforced.
vi. Undemocratic activities and party flattery of the bureaucrats must be checked.
vii. Military coup should be discouraged.
Conclusion: Democracy is the best form of government in spite of some minor demerits. We have to cultivate democracy in our country in the grass root levels. But the prospect of our democracy depends on the good will and consciousness of our national leaders. Everyone wishes their liberal attitude and proneness to democracy here.
রচনা - বাংলাদেশে গণতন্ত্রের অনুশীলন
ভূমিকা: বাংলাদেশ একটি স্বাধীন দেশ। গণতান্ত্রিক উদ্দীপনা ও আগ্রহের সাথে ১৯৭১ সালে এটি স্বাধীন হয়েছিল। কিন্তু সার্বিক অবয়বে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো আমরা এখানে গণতন্ত্রের অনুসন্ধান করছি। গণতন্ত্রের সংজ্ঞা: গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ 'ডেমস' থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ জনগণ ও 'ক্রাটিয়া' অর্থ শাসন বা প্রশাসন। এটি জনগণের শাসন। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে "জনগণের সরকার, জনগণের দ্বারা ও জনগণের জন্য" হিসেবে সংজ্ঞায়িত করেছেন। এটি বুঝানো হয়েছে যে গণতন্ত্রে জনমতকে অত্যধিক পরিমাণে স্বীকৃতি দেয়া হয়।
গণতন্ত্রের বৈশিষ্ট্য: গণতন্ত্রের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটি একতা, বন্ধুত্ব ও স্বাধীনতাকে বাস্তব রূপ দেয়। গণতন্ত্রের লক্ষ্য হলো সবাইকে চোখে চোখে রাখা। দ্বিতীয়ত, গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় সকল জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। তৃতীয়ত, গণতন্ত্রে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়। জনগণ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে পারে। চতুর্থত, গণতন্ত্রে আইনের শাসন নিশ্চিত করা হয়। এখানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। পঞ্চমত, নির্বাচিত ব্যক্তিরা ভোটারদের কাছে তাদের দায়িত্ব ও কর্তব্যের জন্য দায়বদ্ধ।
বাংলাদেশে গণতন্ত্র: বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। কিন্তু গণতন্ত্র এখনো এখানে খুব দুর্বল। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের আশা ও প্রচেষ্টা দীর্ঘ দিন যাবৎ অপেক্ষমান। আমাদের স্বাধীনতার পর, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে শুরু হয়েছিল। ১৯৭২ সালের আমাদের সংবিধান এর শ্রেষ্ঠ নিদর্শন। যাহোক, আমাদের সংবিধানে অসংখ্য সংশোধনী আনা হয়েছে এবং এই দেশ অনেক বছর সামরিক অধ্যাদেশের মধ্যদিয়ে গেছে। ১৯৯০ সালের হুড়হাঙ্গামার পর, আমাদের দেশ একনায়কত্ব থেকে মুক্তি পায় ও সংসদীয় গণতন্ত্র পুনরায় ফিরে আসে। কিন্তু এরপর, আমাদের দেশ গণতন্ত্রকে পূর্ণরীতিতে মনোমধ্যে গ্রহণ করতে পারেনি। আমাদের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু সত্যিকার অর্থে এর অনুশীলন করে না। স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি ও পক্ষপাতিত্ব ইত্যাদির মতো অগণতান্ত্রিক উপাদান, আমাদের দেশে অবাধে চলছে। আমাদের প্রতিষ্ঠানগুলো মাংস হবে গেছে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো দেশটাকে তাদের ছেলে খেলার পরিণত করেছে। সমগ্র লোক তাদের কাছে জিম্মি। আমাদের অসংখ্য রাজনৈতিক দল আছে কিন্তু আওয়ামী লীগ ও বি.এ.পি. ছাড়া পতি অঞ্চে আর কারো কোন বুনিয়াদ নেই। এ মতে বাংলাদেশে গণতন্ত্র সত্যিকার প্রতিষ্ঠিত হয়নি।
বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ: বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র গভীর সংকটের মধ্যে আছে। এটি মূমূর্ষু অবস্থায়, ব্যক্তিগত লোভ ও লালসার শিকার। এখানে গণতন্ত্র আমাদের স্বার্থপর ও ক্ষমতালিত রাজনৈতিক নেতাদের হাতে নিষ্পেষিত। ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চরম শত্রুতা। কেউ অপরকে মূল্যায়ন ও সম্মান করে না। আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। কেউ নিশ্চিত করতে পারে না আমাদের গণতন্ত্রের কী হবে। আমাদের গণতন্ত্রের উন্নতি সাধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত।
i. রাজনীতিবিদদের অসুস্থ কার্যকলাপ অবশ্যই বন্ধ করতে হবে।
ii. রাজনৈতিক দলগুলোকে অবশ্য নিবন্ধনকৃত হতে হবে এবং তাদের মধ্যে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে।
iii. অগণতান্ত্রিক কার্যকলাপ যেমন- ধর্মঘট, হরতাল, ঘেরাও ইত্যাদি অবশ্যই বন্ধ করতে হবে।
iv. রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ফলাফলকে মূল্যায়ন করা উচিত। দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, সন্ত্রাস, পেশিশক্তি অবশ্যই দমন করতে হবে। জবাবদিহিতা, উদারনীতি, জনগণের ইচ্ছা ও আইনের শাসন অবশ্যই কার্যকর করতে হবে।
v. অগণতান্ত্রিক কার্যকলাপ ও আমলাদের দল তোষণ অবশ্যই দমন করতে হবে। সামরিক অভ্যুত্থান নিরুৎসাহিত করা উচিত।
vi. বস্তুত, আমাদের জনগণকে গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সজাগ হওয়া উচিত।
vii. আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার করা উচিত এবং জবাবদিহিতা সর্বত্র নিশ্চিত করা উচিত।
যদি এগুলো করা যেতে পারে, তাহলে আশা করা যায় যে আমাদের দেশে সুন্দর গণতন্ত্র সম্ভব হবে।
উপসংহার: ছোটখাটো কিছু দোখত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্রই সর্বোত্তম ধরনের সরকার। তৃণমূল পর্যায়ে আমাদের দেশে গণতন্ত্র অনুশীলন করতে হবে। কিন্তু গণতন্ত্রের প্রত্যাশা সদিচ্ছা ও জাতীয় নেতাদের সচেতনতার উপর নির্ভরশীল। প্রত্যেকে এখানে গণতন্ত্রের প্রতি উদার মনোভাব ও প্রবণতা আপন করে।