Skip to main content

Essay - Our National Flag রচনা - আমাদের জাতীয় পতাকা

Essay - Our National Flag রচনা - আমাদের জাতীয় পতাকা

Essay - Our National Flag

Introduction: Every nation has a national flag. The nation feels glory for this. To get a national flag, a nation has to cost much. This flag indicates the nation's independence and glory. Our national flag also enables us to raise our heads in a dignified manner.  

Our identity background: Our country has a long history. We were under foreign rule for about 200 years. Both British and Pakistani rulers usurped us in every side. Our people experienced years of oppression, deprivation and torture under these foreign rule. At last, after long days we became successful to gain our independence. We got our national identity-a flag.  

Struggle for a national flag: After the departure of British empire, our country fell under Pakistani rule. This time also we were oppressed. Our people raised themselves to get their proper rights. We fought nine months against barbaric Pakistani rules. After nine months' bloody battle, we got independence. Our country, Bangladesh got world recognition and we became a free state in the world map. Our national flag indicates our struggle for sovereignty and solidarity of our nation.  

Description of our national flag: Our national flag is rectangular in size. It may be of different size-small and big. The ratio of its length and breadth is 10.6. The radius of the flag is one-fifth of its length. It has a round red portion at the middle. The remaining portion is bottle green in colour. The red indicates our freedom which we get after long struggle. The sun on the middle also indicates the end of oppression and the awakening of the day. The green symbolizes our youth freshness, liveliness and peace. Our great artist, Kamrul Hasan designed our national flag. 

Significance of it: Our national flag is not merely a flag. It has greater significance. It is related to our life and blood. It is just like our souls. It is mixed with our existence. This flag represents our way of living and traits that we adopt. It has enabled us to live among the nations raising our heads. Throughout the whole world, this flag marks our identity. It exposes our strong bent of mind and solidarity. It indicates that we are not cowed down to any foreign forces. It also indicates that Bangalees are a heroic nation.  

Manner of hoisting, our national flag: Our national flag was first hoisted on 2nd march 1971 at a students meeting in Dhaka university. This flag was first hoisted with singing of our national anthem at Palton meeting on 3rd march 1971. It was hoisted abroad at first in Pakistani High Commission at Calcutta on 18th April, 1971 showing loyalty to Bangladesh Government. Our national flag is hoisted formally on our independence day, victory day, or other govt. declared days. It is hoisted half mast on a mournful day. It is hoisted on every institution on working day with due solemnity.  

Our responsibilities: Our national flag is our glory. We had to pay a lot for this. It is our bounden duty to protect its honour and dignity. We have to be vigilant always for this. We have to be careful lest its prestige should not be trodden. We must show respect to it.  

Conclusion: Our national flag is holier, dearer and more valuable than any other thing. It is our greatest achievement for which we are highly proud. We are determined to defend it even at the cost of our lives.

রচনা - আমাদের জাতীয় পতাকা

ভূমিকা : প্রত্যেক জাতির একটি জাতীয় পতাকা আছে। জাতি। জন্য গর্ববোধ করে। জাতীয় পতাকা পেতে একটা জাতিকে অনেক মূল্য দিতে হয়। এ পতাকা জাতির স্বাধীনতা ও গৌরব নির্দেশ করে। আমাদের জাতীয় পতাকাও আমাদের সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম করে। 

আমাদের অনন্য পটভূমি : আমাদের দেশের দীর্ঘ ইতিহাস আছে। আমরা দুই শত বছর বিদেশি শাসনের অধীনে ছিলাম। ব্রিটিশ ও পাকিস্তানি উভয় শাসকরা আমাদেরকে প্রত্যেক দিক থেকে অন্যায়ভাবে দখল করে রেখেছিল আমাদের দেশের মানুষ বছরের পর বছর এ বিদেশি শাসনের অধীনে অত্যাচার, বঞ্চনা এবং নিপীড়ন সহ্য করেছিল। অবশেষে দীর্ঘদিন পরে আমরা আমাদের স্বাধীনতা লাভে সফল হয়েছিলাম। আমরা জাতীয় পরিচয় হিসেবে একটা পতাকা পেয়েছিলাম।  

জাতীয় পতাকার জন্য সংগ্রাম : ব্রিটিশ সাম্রাজ্য অবসানের পর আমাদের দেশ পাকিস্তানি শাসনের অধীনে পতিত হয়। এ বারও আমরা অত্যাচারিত হয়েছিলাম। মানুষ তাদের সঠিক অধিকার পেতে নিজেদের জাগ্রত করে। আমরা বর্বর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা পেয়েছিলাম। বাংলাদেশ বিশ্ব স্বীকৃতি পেয়েছিল এবং আমরা বিশ্ব মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হই। আমাদের জাতীয় পতাকা আমাদের জাতির সার্বভৌমত্ব এবং ঐক্যতার জন্য সংগ্রাম নির্দেশ করে।  

আমাদের জাতীয় পতাকার বর্ণনা : আমাদের জাতীয় পতাকা আয়তাকার আকৃতির। এটা ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। এটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলোঃ ১০.৬। পতাকার ব্যাসার্ধ এর দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। এর মধ্যে গোলাকার একটা লাল বৃত্ত আছে। অবশিষ্টাংশ গাঢ় সবুজ রঙের। লাল রঙ আমাদের স্বাধীনতা নির্দেশ করে যা আমরা দীর্ঘ সংগ্রামের পর পাই। পতাকার মাঝে লাল সূর্য অত্যাচারের অবসান এবং জাতির জাগরণ নির্দেশ করে। সবুজ রঙ আমাদের যুবকদের সজীবতা, প্রাণবন্ত এবং শান্তি নির্দেশ করে। আমাদের বিখ্যাত শিল্পী কামরুল হাসান জাতীয় পতাকা অঙ্কন করছিলেন।  

এর তাৎপর্য : আমাদের জাতীয় পতাকা শুধু একটি পতাকা নয়। এর ব্যাপক তাৎপর্য রয়েছে। এটা আমাদের জীবন এবং রক্তের সাথে সম্পর্কিত। এটা আমাদের আত্মার মতো। এটা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। এ পতাকা আমাদের জীবনযাপনের উপায় এবং বৈশিষ্ট্য নির্দেশ করে যা আমরা গ্রহণ করি। এটা আমাদের জাতিকে মাথা উঁচু করে বাঁচতে সক্ষম করেছে। সমগ্র বিশ্বের মধ্যে পতাকা আমাদের পরিচয়। এটা আমাদের মনের গভীর প্রবণতা এবং একতা প্রকাশ করে। এটা নির্দেশ করে যে আমরা কোন বিদেশি পরাশক্তির কাছে মাথা নত করি না। এটা আবার নির্দেশ করে যে বাঙালিরা একটি বীরোচিত জাতি।  

জাতীয় পতাকা উত্তোলনের রীতি : ১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সভায় সর্ব প্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালে ৩ মার্চ পল্টনের এক সভায় জাতীয় সংগীত গেয়ে প্রথম পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালে ১৮ এপ্রিল বাংলাদেশ সরকাররের প্রতি রাজানুগত্য দেখিয়ে কোলকাতার পাকিস্তানি হাই কমিশনে প্রথম বিদেশে উত্তোলন করা হয়। আমাদের জাতীয় পতাকা যথারীতি স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা অন্যান্য সরকার ঘোষিত দিনে উত্তোলন করা হয়। শোক দিবসে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। এটা গভীর শ্রদ্ধায় প্রত্যেক প্রতিষ্ঠানে কর্ম দিবসে উত্তোলন করা হয়।  

আমাদের দায়িত্ব কর্তব্য : জাতীয় পতাকা আমাদের গর্ব। আমাদের এর জন্য। অনেক প্রতিদান দিতে হয়েছিল। এটার সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের অবশ্যকর্তব্য কার্য। আমাদের এর জন্য সর্বদা সতর্ক হতে হবে। আমাদের সচেতন হতে হবে যাতে এর সম্মান অক্ষুণ্ণ না হয়। আমাদের অবশ্যই এর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।  

উপসংহার : জাতীয় পতাকা অনেক পবিত্র, প্রিয় এবং অন্যান্য জিনিস থেকে অধিক মূল্যবান। এটা আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব যার জন্য আমরা ব্যাপকভাবে গর্বিত। আমরা এমনকি আমাদের জীবনের মূল্যেও এটা রক্ষা করতে দৃঢ় হবো।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...