Skip to main content

Essay - Necessity of Games and Sports রচনা - খেলাধুলার প্রয়োজনীয়তা

 Essay - Necessity of Games and Sports রচনা - খেলাধুলার প্রয়োজনীয়তা

Essay - Necessity of Games and Sports 

Introduction: Games and sports are of great value to us. These do not incur the loss of time and energy. These boost up body and refresh mentality. Games and sports also bear immense educative values.  

Different types of sports: Sports are of two types- indoor games and outdoor games. The indoor games include cards, chess, dice, carom-board etc. The outdoor games include f football, cricket, tennis, hockey, badminton, basket-ball and volley-ball. Both these types of sports have great importance in our life.  

Necessity of sports: "A sound mind lives in a sound body is an age old saying. This sound body is created through sports. Thus these have much necessity. Since time immemorial, learned persons are giving importance on games and sports. The wise people are adopting the utilities of games and sports. The necessities of games and sports can be summed up as follows:  

Makes body fit and strong: The main and topmost utility of these is to mould our body. They make our body strong and fit. The regular movements of our body through games and sports keep us animated. These help to keep diseases away and we get strength. The indoor games sharpen our wit and increase our intelligence. The players become very clever and skilful.  

Give refreshment and energy: Games and sports are the great source of refreshment and energy. These keep us away from monotony and dullness. They give us mental peace and satiety. After day's work, when we go to play, we feel relaxed. During sports time, man forgets his burdens of life. He enjoys immense pleasure and satisfaction. After these, man gets animated and can resume his work with double spirit and energy. Sports also help to grow our appetite. These strengthen our digestive power. Thus sports and games are of immense benefit for us.  

Makes relationship: Games and sports help to create relationship. The sportsmen can come in contact with others. They can exchange feelings, greetings and share expression. They can know one another. These help to remove barriers, prejudices and class demarcations. The global sports bring both the players and viewers closer together. Then they can be tied into friendship and unity. 

Create moral qualities: Sports help to form some moral qualities in man. The players have to follow some rules while playing. These encourage the players to be obedient to law. They also help us to learn discipline, obedience and team spirit. They also imbibe within us the spirit of endurance, selfishness, co-operation and many other qualities. 

Financial gain: Games and sports have also financial aspect. The players can earn money by playing. Different clubs or institutions employ the players either on salary or remuneration. The organizers also earn money by selling tickets or advertising. Different manufacturing organizations also attract the customers including the sports personals. Thus, the financial gain of sports are also indescribable.

 Conclusion: Games and sports are useful to our health and character. These help to shape our life in a smooth way. These should be embedded within our lives. These will mould us to the path of prosperity and development.  

রচনা - খেলাধুলার প্রয়োজনীয়তা

ভূমিকা : খেলাধুলা আমাদের কাছে খুব মূলবান । খেলাধুলা সময় ও শক্তির অপচয় বয়ে আনে না। এটা শরীর গঠন করে এবং মানসিকাতাকে সতেজ করে। খেলাধুলা আবার ব্যাপক শিক্ষামূলক মূল্য বহন করে।  

বিভিন্ন ধরনের খেলাধুলা: দুই ধরনের খেলাধুলা আছে। যেমন- অভ্যন্তরীণ খেলা এবং গৃহের বাইরের খেলা। অভ্যন্তরীণ খেলার মধ্যে তাস, দাবা, পাশা খেলা, ক্যারম বোর্ড প্রভৃতি উল্লেখযোগ্য। বাইরের খেলার মধ্যে ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, ব্যাডমিন্টন, বাস্কেট বল ও ভলিবল উল্লেখযোগ্য। উভয় ধরনের খেলাই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।  

খেলাধুলার প্রয়োজনীয়তা : একটি প্রবাদ আছে যে, “সুস্থ দেশে সুস্থ মন বিরাজ করে"। এ সুস্থ দেহ খেলার মাধ্যমে গঠিত হয়। একারণে এগুলোর অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। সুপ্রাচীন কাল থেকে পণ্ডিতরা খেলাধুলার উপর গুরুত্ব দেন। জ্ঞানী মানুষ খেলাধুলার প্রয়োজনীয়তা গ্রহণ করছে। খেলাধুলার প্রয়োজনীয়তা নিম্নে আলোচনা করা হলো :

দেহকে সুস্থসবল এবং শক্তিশালী করে: এগুলোর প্রধান এবং সর্বোচ্চ ব্যবহার মানে আমাদের শরীরকে গঠন করা। তারা আমাদের শরীর শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে। খেলাধুলার মাধ্যমে শরীরের নিয়মিত গতিশীলতা আমাদেরকে প্রযুদ্ধ রাখে। এগুলো রোগ ব্যাধি মুক্ত রাখে এবং আমরা শক্তিশালী হই। অত্যন্তরীণ খেলা আমাদের বুদ্ধি তীক্ষ্ণ করে এবং বুদ্ধি বৃদ্ধি  করে। খেলোয়াড়রা খুব চালাক এবং দক্ষ হয়।

সজীবতা ও শক্তি দান করে: খেলাধুলা সজীবতা এবং শক্তির উৎস। এগুে আমাদের একঘেয়েমি ও নিরানন্দ থেকে দূরে রাখে। তারা আমাদের মানসিক শান্তি এবং সম্ভার দেয়। সারাদিন কাজ করার পর যখন আমরা খেলতে যাই, আমরা অবসর অনুভব করি। খেলার সময় মানুষ জীবনের গুরুভার ভুলে যায়। সে ব্যাপক আনন্দ ও পরিতৃপ্তি লাভ করে। পরে মানুষ প্রাণবন্ত হয় এবং অধিক গতিতে তার কাজ আবার আরম্ভ করতে পারে। খেলাধুলা আমাদের ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে। এগুলো আমাদের হজম শক্তি সবল করে। একারণে খেলাধুলা আমাদের জন্য অনেক উপকারী।  

সম্পর্ক তৈরি হয় : খেলাধুলা সম্পর্ক তৈরিতে সহায়তা করে। খেলোয়াড়রা অন্যদের সংস্পর্শে আসতে পারে। তারা অনুভূতি, শুভেচ্ছা ও মতামত বিনিময় করতে পারে। তারা একে অন্যদের সম্পর্কে জানতে পারে। এগুলো বাধা বিপত্তি, কুসংস্কার এবং শ্রেণি বৈষম্য দূর করতে সাহায্য করে। বৈশ্বিক খেলাধুলা খেলোয়াড় এবং দর্শকদের উভয়কে একত্র করে। তারপর তারা বন্ধুত্ব এবং ঐক্যতায় আবদ্ধ হয়।  

নৈতিক গুণ গঠন করে : খেলাধুলা মানুষের মধ্যে কিছু নৈতিক গুণ গঠন করে। খেলোয়াড়দের খেলার সময় কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এগুলো খেলোয়াড়দের আইনের প্রতি বাধ্য হতে উৎসাহিত করে। তারা আমাদের নিয়মানুবর্তিতা, বাধ্যবাধকতা এবং দলীয় মেজাজ শিখতেও সাহায্য করে। তারা আমাদের মধ্যে সহ্যশক্তি, আত্মপরায়ণতা, সহযোগিতা এবং আরো অনেক গুণাবলি ধারণ করে আছে।  

অর্থনৈতিক প্রাপ্তি: খেলাধুলার অর্থনৈতিক দিকও রয়েছে। খেলোয়াড়রা খেলাধুলা করে অর্থ উপার্জন করতে পারে। বিভিন্ন ক্লাব বা সংগঠন পারিশ্রমিক অথবা পুরস্কারের উপর ভিত্তি করে খেলোয়াড়দের নিয়োগ দেয়। আয়োজকরা টিকিট বিক্রি করে অথবা বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করে। বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে যার মধ্যে রয়েছে খেলাধুলা সামগ্রী। তাই খেলাধুলার অর্থনৈতিক প্রাপ্তি বর্ণনাতীত।  

উপসংহার: খেলাধুলা আমাদের স্বাস্থ্য এবং নৈতিক গুণাবলির জন্য উপকারী। এগুলো আমাদের জীবনের সহজ পথনিদের্শনা দিতে সাহায্য করে। এগুলো আমাদের জীবনে স্থাপন করা উচিত। এগুলো আমাদেরকে সৌভাগ্য ও উন্নতির পথে গঠন করবে।  

Popular Posts

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...