- Get link
- X
- Other Apps
Essay - Natural Calamities / Disasters রচনা - প্রাকৃতিক দুর্যোগ
Essay - Natural Calamities / Disasters
Introduction: Bangladesh has to face many natural disasters. Some natural disasters are her daily companions. Flood, cyclone, drought visit the country every year. In a word, Bangladesh is a country of natural disasters.
Flood: Flood is the greatest natural calamity in Bangladesh. Every year, flood submerges huge area of Bangladesh. Flood occurs for heavy rainfall and melting of ice-caps. Thousands of houses break down. It damages crops. Flood affected people become helpless and houseless. Many have to live under the open sky. People suffer from various seases. Many water- borne diseases break out. Man's sufferings know no bounds. Domestic animals suffer a lot. The after effect of flood is more dangerous. Many people die. Flood affected people suffer from hunger. They become sick. Food price goes higher and higher.
Cyclone: Cyclone hits Bangladesh very often. It occurs for suppression on the sea. It damages crops, houses, cattle. It roots out big trees. It usually hits the off-shore island. Boats and launches are capsized down by it. Sometimes, many people die in a cyclone hit area. Thousands of lives were taken way by it in 1991. Thousands of lives were also lost in 2007. Almost all the people of some coastal districts became houseless. They did not have anything to live.
The north-Wester : The north-wester is a natural calamity 513 for Bangladesh. Sometimes it turns into a dangerous form. It begins in the month of Baishakh. It damages crops. It destroys houses. For it, people suffer a lot.
Drought: Drought is another natural disaster in Bangladesh. It is a great cause of miseries for our farmers. There is much want of water in the summer. Farmers look at the sky with vacant stare. Sometimes, they have to wait week after week for a shower of rain. Much drought damages paddy and other crops. In this season, farmers remain helpless.
Hill slide: Hill slide is also a natural calamity in Bangladesh. It happens for heavy rainfall. It happens in the hill-tract districts. Many people die for it. The year 2007 is witness of it. Much damage happened in that year.
Conclusion: In fine, we can say that Bangladesh is a land of natural disasters. The country suffers a lot for natural disasters. Its economic condition is breaking down for them. It is not possible to prevent natural calamities. But we can take pragmatic steps to minimize losses. We have to keep our environment danger free. We have to maintain ecological balance. For this, we have to plant more and more trees. The Government should build more cyclone and flood centers in the most affected areas.
রচনা - প্রাকৃতিক দুর্যোগ
ভূমিকা: বাংলাদেশ অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। কিছু প্রাকৃতিক দুর্যোগ তার দৈনন্দিন সঙ্গী। দেশে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও খরার আগমন ঘটে । এক কথায়, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ।
বন্যা : বাংলাদেশে বন্যা বড় প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর বাংলাদেশের ব্যাপক এলাকা বন্যায় জলমগ্ন হয়। প্রবল বর্ষণ ও হিম মুকুটের গলনের ফলে বন্যার সৃষ্টি হয়। হাজার হাজার বাড়িঘর ভেঙে যায়। এটি ফসলের ক্ষতি করে। বন্যা আক্রান্ত মানুষ অসহায় ও গৃহহীন হয়ে পড়ে। অনেককে খোলা আকাশের নিচে বাস করতে হয়। মানুষ বিভিন্ন রোগে ভোগে। অনেক পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। মানুষের দুর্ভোগের সীমা থাকে না। গৃহপালিত প্রাণীরা অনেক দুর্ভোগ পোহায়। বন্যাপরবর্তী ফলাফল আরো ভয়ানক। অনেক মানুষ মারা যায়। বন্যা আক্রান্ত মানুষ ক্ষুধায় কষ্ট পায়। তারা অসুস্থ হয়ে পড়ে। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে।
ঘূর্ণিঝড় : ঘূর্ণিঝড় প্রায়ই বাংলাদেশে আঘাত হানে। সমুদ্রের নিম্নচাপের কারণে এটি ঘটে। এটি ফসল, গৃহ ও গবাদিপশুকে ক্ষতিগ্রস্ত করে। এটি বড় গাছপালাকে উপড়ে ফেলে। এটি সচরাচর দূরবর্তী দ্বীপে আঘাত হানে। এর ফলে নৌকা ও লঞ্চ উল্টে যায়। অনেক সময় ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় অনেক লোক মারা যায়। ১৯৯১ সালে এর ফলে হাজার হাজার মানুষকে জীবন্ত সরিয়ে নেয়া হয়েছিল। ২০০৭ সালে হাজার হাজার জীবন বিনষ্ট হয়েছিল। কয়েকটি উপকূলবর্তী জেলার প্রায় সকল মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। তাদের বেঁচে থাকার মতো আর কোনকিছু ছিল না।
কালবৈশাখী : কালবৈশাখী বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় এটা একটা ভয়ংকর রূপ ধারণ করে। এটি বৈশাখ মাসে শুরু হয়। এটি ফসলের ক্ষতি করে। এটি ঘরবাড়ি ধ্বংস করে। এর ফলে, মানুষ অনেক দুর্দশাগ্রস্ত হয়।
খরা : খরা বাংলাদেশে অপর প্রাকৃতিক দুর্যোগ। এটি আমাদের কৃষকদের জন্য একটা বড় দুর্দশার কারণ। গ্রীষ্মে পানির প্রচণ্ড অভাব হয়। কৃষকেরা চাতকের মতো শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। অনেক সময় তাদের বৃষ্টির জন্য সপ্তাহের পর একপশলা সপ্তাহ অপেক্ষা করতে হয়। প্রচণ্ড খরায় ধান ও ফসলের ক্ষতি হয়। এই ঋতুতে, কৃষকেরা অসহায় থাকে।
পাহাড়ধস : বাংলাদেশে পাহাড়ধস একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বৃষ্টিপাতের ফলে এটি ঘটে। এটি পার্বত্য জেলাগুলোতে ঘটে। এর ফলে অনেক মানুষের মৃত্যু হয়। ২০০৭ সাল এর প্রমাণ। ঐ বছরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগে দেশটি প্রচুর দুর্দশা ভোগ করে। এদের কারণে এর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা অসম্ভব। কিন্তু ক্ষয়ক্ষতি কমাতে আমরা কিছু প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমাদের পরিবেশকে বিপদমুক্ত রাখতে হবে।