- Get link
- X
- Other Apps
Essay - The Natural Beauties of Bangladesh রচনা - বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
Essay - The Natural Beauties of Bangladesh
Introduction: Bangladesh is a beautiful country. She has picturesque beauty all the year round. Looking into the unparalleled beauty of this country, everyone feels singing, "No where you will find such a beautiful country in the world that is my land, my country."
Nature's playground: Bangladesh is a darling child of nature. Nature here is magnificent and bountiful. It embellishes our country with its all beauties. Our land is formed of soft fresh soil. High and hilly areas are covered with hard soil. Tropical climate here brings plenty of sunshine on the one hand and copiousness of cloud and rain on the other hand. There is always the play of light and shade in the land here. Our country has the pleasures of sunny weather, luxury of colours and throws an appeal of an unending ocean of greenery. There are perpetual verdure and beauties in the richness and variety of flora and fauna here. 5 Bangladesh is a land of scenic beauties. The vast cultivable 5 land here is a playground of nature. The crops in the fields make this country as a paragon of beauty. The chirping of the birds, the rising of sun in the morning, the twilight of autumn and spring, the setting sun etc create matchless J beauty. Our country has a good many places with uncommon scenic beauty which captivates everyone. Cox's bazar, Sylhet, the Sundarbans, the Chittagong Hill Tracts etc appear most enchanting.
Beauties of the river scenes: Bangladesh is surrounded with numerous rivers. Our country is unparalleled in this case in the world. The Padma, the Meghna, The Jamuna, the Karnafuly, the Brahmaputra etc. flow on the breasts of this country. These rivers add a scenic beauty to this country. At moonlit night when light falls on the rivers, they become eye dazzling and appetizing. Our boatmen ply on the river , singing touching songs. In the rainy season when these rivers are full to the brim, our country leaps on water.
Beauties of the villages: Our villages have graphic | beauties. The trees, crops, houses etc all present an illusive," shady and beautiful. Every village here is a gift of green pleasures. The freshness, animation and beauties of these villages fill everyone in bewitching charms.
Seasonal beauties: In our country there are six seasons in t distinctive robes and looks. It is a land of beautiful sights and sounds; Bangladesh looks charmingly green all the year round. Every season has its bounties. No season makes this country dreary. Very few trees and plants shed their leaves in winter. Green vegetables and the blooming of rapeseed make this country a rare beauty. In spring nature appears more lovely and charming. Trees and plants gain leaves and make the environment charming. In summer there is intense heat but delicious fruits are found in this season. In rainy season, it rains but it helps to grow crops and makes this country verdure of greenery. In late autumn, nature smiles with dewdrops in the morning.
Conclusion: Bangladesh is enriched with natural beauties. There is no match of her in this case. These natural beauties make everyone pleased and happy. We really feel proud of this country.
রচনা - বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
ভূমিকা : বাংলাদেশ একটি সুন্দর দেশ। সারা বছরই অপূর্ব চিত্রের মতো তার সৌন্দর্য রয়েছে। এই অনুপম সৌন্দর্য দেখে প্রত্যেকে গান অনুভব করে, “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি।”
প্রকৃতির ক্রীড়াঙ্গন : বাংলাদেশ প্রকৃতির লীলাভূমি। এখানে প্রকৃতি চমৎকার এবং উদার। এটি সকল সৌন্দর্য দিয়ে আমাদের দেশকে সুশোভিত করে। আমাদের ভূমি নরম সতেজ মৃত্তিকা ঘটিত। উঁচু এবং পাহাড়ি এলাকাগুলো শক্ত মাটি দিয়ে আবৃত। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এখানে প্রচুর সূর্যের আলো নিয়ে আসে এবং অপরপক্ষে, মেঘের প্রাচুর্যতা এবং বৃষ্টি নিয়ে আসে। এখানে সর্বদা আলো ছায়ার খেলা চলে । আমাদের দেশে রৌদ্রময় আবহাওয়া, বর্ণের বিলাসিতা এবং সমুদ্রের অশেষ আবেদনময় শ্যামলিমা এনে দেয়। এখানে চিরস্থায়ী সবুজের সমারোহ এবং সম্পদের সৌন্দর্যতা এবং উদ্ভিদকুল ও প্রাণীকুলের বৈচিত্রতা রয়েছে। বাংলাদেশ দৃশ্যমান সৌন্দর্যের ভূমি। এখানকার বিশাল চাষযোগ্য জমি প্রকৃতির লীলাভূমি। মাঠের শস্যগুলো এদেশের সৌন্দর্যের মূর্ত রূপ সৃষ্টি করে। পাখির কিচিরমিচির শব্দ, সকালের সূর্যোদয়, শরৎকাল এবং বসন্ত কালের ঔজ্জ্বল্যতা, সূর্যাস্ত প্রভৃতি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। আমাদের দেশে অসাধারণ সৌন্দর্যের অনেক স্থান রয়েছে যা প্রত্যেককে আকৃষ্ট করে। কক্সবাজার, সিলেট, সুন্দরবন, চট্টগ্রাম পাহাড় পর্বত প্রভৃতি সবচেয়ে আকর্ষণীয়।
নদীর প্রাকৃতিক সৌন্দর্য : বাংলাদেশ অসংখ্য নদনদীতে বেষ্টিত। আমাদের দেশ পৃথিবীতে এক্ষেত্রে অদ্বিতীয়ত। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলি, ব্রহ্মপুত্র প্রবাহ এদেশের প্রাণ। নদীগুলো এদেশের দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করে। চাঁদনী রাতে যখন নদীর উপর আলো পড়ে, তারা অতিশয় উজ্জ্বল ও ক্ষুধাবর্ধক হয়। আমাদের মাঝিরা মর্মস্পর্শী গান গেয়ে নদীতে নৌকা চালায়। বর্ষাকালে যখন এ নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়, আমাদের দেশ পানির উপর ভাসতে থাকে।
গ্রামের সৌন্দর্য : আমাদের গ্রামের চারুকলামূলক সৌন্দর্য রয়েছে। গাছপালা, শস্য, বাড়িঘর প্রভৃতি ঐন্দ্রজালিক, ছায়াময় এবং সৌন্দর্য সব বিদ্যমান রয়েছে। প্রতিটি গ্রাম এখানে সবুজের প্রাচুর্যের উপহার। সজীবতা, প্রাণবন্ততা এবং এ গ্রামগুলোর সৌন্দর্য প্রত্যেককে মনোমুগ্ধ করে।
ঋতুগত সৌন্দর্য : আমাদের বৈশিষ্ট্যসূচক এবং দর্শনীয় ছয়টি ঋতু আছে। এটা একটি সুন্দর দৃশ্যের দেশ এবং বাংলাদেশতে সারা বছর মনোমুগ্ধকর ভাবে সুন্দর দেখায়। প্রত্যেক ঋতুতেই এর মূর্তরূপ আছে। কোন ঋতুই এদেশকে নিরাশ করে না। গাছপালা শীতকালে খুব কমই তাদের পাতা দিয়ে ছায়া দেয়। সবুজ শাকসবজি এবং পাকাশস্যের বাহার এ দেশকে দুর্লভ সৌন্দর্যে পরিণত করে। বসন্তকালে প্রকৃতি মনে হয় আরো চমৎকার এবং মনোমুগ্ধকর। গাছপালায় নতুন পাতা গজায় এবং পরিবেশ মনোরম করে। গ্রীষ্মে প্রখর তাপ পড়ে কিন্তু এ ঋতুতে সুস্বাদু ফল পাওয়া যায়। বর্ষকালে বৃষ্টি হয় কিন্তু এটি শস্য জন্মাতে সাহায্য করে এবং এদেশকে সবুজ গাছপালায় সবুজ বর্ণে ভরিয়ে দেয়। হেমন্তকালে সকালের শিশিরে হাস্যেজ্জ্বল হয়ে ওঠে।
উপসংহার : বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এ বিষয়ে তার কোন সমকক্ষ নেই। এ প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেককে সন্তুষ্ট এবং খুশি করে। এদেশে সত্যিই আমরা গর্ব অনুভব করি।