Skip to main content

Essay - Mass Education - Education for all রচনা সবার জন্য শিক্ষা

Essay - Mass Education - Education for all 

রচনা - সবার জন্য শিক্ষা

Introduction: Education is the back-bone of a nation. No nation can make progress without it. Thus to get development, every citizen of a nation should learn education. Mass education programme should be innovated to spread the light of education among everyone.  

Importance of education: Education is the light. It dispels the ignorance of anything Education enlightens our life and refines our sensibilities. It helps us to differentiate between right and wrong. It is a catalyst that leads us to the better. It helps to create brotherly feelings and universal relations. Thus the education should be learned by everyone.  

What is mass education?: Mass education means education of the illiterate mass of our country. This aims at imparting knowledge of letters to the illiterate with a view to enabling them to read, write and to do some arithmetic. This mass education makes people know what is right and what is wrong and make them conscious of their rights and wrongs. 

Importance of mass education: The importance of mass education in our country is very high. Most of our people are illiterate. They do not know how to read and write. They do not know how to cultivate their land through scientific methods. They do not have the knowledge of health and sanitation. They do not know the ways of population control and child bearing. Thus the importance of mass education is vital in our country. If our people have primary knowledge. about the smooth way of living, they will be able to get the better state of life. Not only that, an educated man is an asset to the country. They can take part in the development activities. It will make the people good citizens. Thus literacy campaign is very necessary in our country.  

Ways for this education: The citizens of a country should be turned into manpower. They should become potential and resourceful. There should be many ways to make this programme successful. The government as well as the private organizations should come forward to implement the programme. Everyone should work in joint collaboration. 

Overall education programme: To make the mass education programme successful, necessary education centers should be set up. Education programme should be run up in existing schools, mosques, clubs, yards and other suitable places. Night school and adult schools should be established so that the aged persons both male and female can learn. Free books, khatas and other educational equipments should be distributed among the poor illiterate people. The educated people or students should be involved here to teach the aged learners. The female folk should be motivated more and more. They are our large part. They must be brought under this programme. Free education for ladies should be started up to degree class.

Duties of the public: To remove illiteracy from the country, the co-operation of everyone is essential. Without the help of the citizens, this type of programmes will not be possible. The people should be motivated in this case. If the inhabitants take part in a large scale, this programme will become successful. It is a matter of great pleasure that our government has taken intensive steps to spread the light of education among our citizens. It is definitely a sign of good taste for everyone.  

Conclusion: Mass education programme is a real step to remove illiteracy from the country. Both the government and the public should come forward to make this programme successful. If this can be done, our population will get rid of the curse of ignorance. They will be able to lead an easy and comfortable life.

রচনা - সবার জন্য শিক্ষা

ভূমিকা: শিক্ষা জাতির মেরুদণ্ড। এটি ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। এভাবে উন্নয়ন পেতে একটি জাতির প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণ করা উচিত। সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গণশিক্ষা কর্মসূচি প্রবর্তন করা উচিত ।  

শিক্ষার গুরুত্বঃ শিক্ষা হলো আলো। কোন কিছুর অজ্ঞতাকে এটি দূরীভূত করে। শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের বোধশক্তিকে মার্জিত করে। সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে এটি আমাদেরকে সাহায্য করে। এটি একটি অনুঘটক যা আমাদেরকে অধিকতর ভালোর দিকে চালিত করে। এটি ভ্রাতৃসুলভ অনুভূতি ও সর্বজনীন সম্পর্ক সৃষ্টি করতে সাহায্য করে। এভাবে শিক্ষা সবারই গ্রহণ করা উচিত।  

গণশিক্ষা কী: গণশিক্ষা বলতে আমাদের দেশের নিরক্ষর লোকসমূহের শিক্ষাকে বুঝায়। এর লক্ষ্য নিরক্ষরদের অক্ষর জ্ঞানদানে অংশগ্রহণ করানো যাতে তাদেরকে পড়তে, লিখতে ও কিছু অংক করতে তাদের সমর্থ করে তোলা যায় । এই গণশিক্ষা সঠিক কি ভুল তা মানুষকে জ্ঞাত করে তোলে এবং তাদের সঠিক ও ভুল সম্বন্ধে তাদেরকে সচেতন করে তোলে।  

গণশিক্ষার গুরুত্ব: আমাদের দেশে গণশিক্ষার গুরুত্ব খুব বেশি। আমাদের দেশের অধিকাংশ লোক নিরক্ষর। তারা পড়ালেখা জানে না। তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের জমি চাষাবাদ করতে জানে না। তাদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্বন্ধে কোন জ্ঞান নেই। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি ও শিশু আচরণ সম্বন্ধে জানে না। এভাবে গণশিক্ষার গুরুত্ব আমাদের দেশে অপরিহার্য। যদি আমাদের দেশের লোকের ভালোভাবে জীবনযাপন সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকে, তাহলে তারা জীবনের অধিকতর ভালো অবস্থা পেতে সমর্থ হবে। শুধু তাই নয়, শিক্ষিত লোক দেশের জন্য একটি সম্পদ। তারা উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এটি তাদের সুনাগরিক করবে। এমতে আমাদের দেশে সাক্ষরতা অভিযান খুব প্রয়োজনীয়।  

গণশিক্ষায় শিক্ষার উপায়ঃ একটি দেশের নাগরিকদের জনশক্তিতে পরিণত করা উচিত। তাদের সম্ভাবনাময় ও সম্পদশালী হওয়া উচিত। এই কর্মসূচিটি সফল করতে অনেক উপায় থাকা উচিত। কর্মসূচিটি বাস্তবায়ন করতে সরকারের সাথে সাথে বেসরকারি সংস্থাসমূহকে সামনে এগিয়ে আসা উচিত। প্রত্যেকের যৌথ উদ্যোগে কাজ করা উচিত।  

সার্বিক শিক্ষা কর্মসূচি: গণশিক্ষা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় শিক্ষা কেন্দ্র স্থাপন করা উচিত। শিক্ষা কর্মসূচি বিদ্যমান স্কুল, মসজিদ, ক্লাব, উঠান ও অন্যান্য উপযুক্ত স্থানসমূহে চালানো যেতে পারে। নৈশ বিদ্যালয় ও বয়স্কদের বিদ্যালয় স্থাপন করা উচিত, যাতে বয়স্ক ব্যক্তিরা পুরুষ ও মহিলা উভয়েই শিখতে পারে। বিনামূল্যে বই, খাতা ও অন্যান্য শিক্ষাউপকরণ গরিব ও নিরক্ষর লোকদের মধ্যে বিতরণ করা উচিত। শিক্ষিত লোক অথবা ছাত্ররা বয়স্ক শিক্ষার্থীদের শিক্ষা দিতে এখানে সংশ্লিষ্ট হতে পারে। নারী জাতি আরো অধিক উদ্বুদ্ধ হওয়া উচিত। তারা আমাদের বড় অংশ। তাদেরকে অবশ্যই এই কর্মসূচির অধীনে আনা উচিত। মহিলাদের জন্য বিনা মূল্যে শিক্ষা স্নাতক পর্যন্ত শুরু করা উচিত।

জনসাধারণের কর্তব্যঃ দেশ থেকে নিরক্ষরতা দূর করতে সবার সহযোগিতা। অত্যাবশ্যক। নাগরিকদের সহযোগিতা ব্যতীত এই ধরনের কর্মসূচি সম্ভব। নয়। এক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করা উচিত। যদি অধিবাসীরা ব্যাপকভাবে | অংশগ্রহণ করে, তাহলে এই কর্মসূচি সফল হবে। এটি খুব আনন্দের ব্যাপার যে আমাদের সরকার শিক্ষার আলো আমাদের নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে। এটি নিশ্চিতভাবে প্রত্যেকের জন্য ভালো উপলব্ধির নিদর্শন।  

উসংহার : গণশিক্ষা কর্মসূচি দেশ থেকে নিরক্ষরতা দূর করতে একটি সত্যিকারের পদক্ষেপ। এ কর্মসূচি সফল করতে, সরকার ও জনসাধারণ উভয়কেই সামনে এগিয়ে আসা উচিত। যদি এটি করা যেতে পারে, তাহলে আমাদের জনগণ অজ্ঞতার অভিশাপ থেকে মুক্তি পাবে। তারা সহজ ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনে সমর্থ হবে।  

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...