Skip to main content

Essay - Fruits of Bangladesh রচনা - বাংলাদেশের ফল

Essay - Fruits of Bangladesh রচনা - বাংলাদেশের ফল

Essay -Fruits of Bangladesh 

Introduction: Our soil and climate are the gift of nature. The monsoon brings sufficient rainfall here. This help to create a lot of fruits in different kinds. All the year, this country produces fruits at large number.  

Fruits in summer: The summer is the best time for numerous crops. Almost everywhere in our country sufficient number of fruits is found. Among these mango, berry, jackfruit, lichi etc. are memorable. All these fruits are highly delicious and tasty. 

Fruits in rainy season: In rainy season guava, pine-apple, lemon etc. are found largely. Mango and jackfruit also are found in this season. In the rain all these fruits are enriched with pelf and taste. 

Fruits in autumn and late-autumn: In this season, plam and coconuts are found. These fruits are found in the districts of Barisal, Khulna, Noakhali, Patuakhali, Comilla, Faridpur etc. 

In winter: Orange is the main fruit in this season. It is found in Sylhet and Chittagong Hilly regions. Another important fruits in this season are plum, dates, sugar cane etc. These fruits are found everywhere in this season.

 In spring: In spring people satisfy themselves by eating water melon, the wood apples, pomegranates etc. These fruits are found more or less everywhere in our country. 

Some prominent fruits: Bangladesh is rich in different fruits. These fruits are of different colours and sizes. They are of different fleshes and tastes. Among the delicious fruits, some are described below:  

Mango: Mango is the most common and favourite fruit in our country. It is enriched with vitamins. It has different kinds such as Fazli, Langra, Gopalbhog, Mohonbhog. Sitabhog etc. Mango has sweet flavours and everyone likes it. 

Jack-fruit: Jack-fruit is our national fruit. It has a rough and prickly skin. It has flakes which are found inside its skin. Jack- fruit is a composite fruit. It is juicy and charming.  

Pine-apple: Pine-apple has tasty juice. It is very suitable for health. It is said that a glass of pine-apple juice every morning keeps man away from the doctors. This fruit grows best in the districts of Sylhet and Chittagong.  

Banana: This fruit is found all the year round. It is both nutritious and delicious. Amritasagar, Shabri, Kabri, Agniswar etc. are its kinds. Its green prototype is used as kitchen vegetables. Ripe banana is really very tasty.  

Coconut: The coconut is another common fruit in our country. It contains fine water. Its kernel is very tasty and whole-some. In summer, its water removes our thirst and tiredness.  

Conclusion: Bangladesh is rich in fruit wealth. All these fruits are health giving. Numerous types of syrups, jams and jellies are prepared from these fruits. We can earn a lot of foreign exchange by selling these fruits. It is our natural wealth.

রচনা - বাংলাদেশের ফল

ভূমিকা : আমাদের মাটি এবং জলবায়ু প্রকৃতির দান। এখানে মৌসুমি বায়ু যথেষ্ট বৃষ্টিপাত ঘটায়। এটা বিভিন্ন ধরনের ফল জন্মাতে সাহায্য করে। এদেশ সারা বছর প্রচুর ফল উৎপাদন করে।  

গ্রীষ্মের ফল: গ্রীষ্মকাল বহুসংখ্যক ফলের জন্য সবচেয়ে ভালো সময়। আমাদের দেশের প্রায় সর্বত্র পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যায়। এগুলোর মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি উল্লেখযোগ্যে। এসকল ফল ব্যাপক তৃপ্তিকর এবং সুস্বাদু। 

বর্ষাকালের ফল : বর্ষাকালে পেয়ারা, আনারস, লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আম ও কাঁঠালও এ ঋতুতে পাওয়া যায়। বর্ষাকালে ফলগুলো ধনসম্পদ এবং স্বাদে পরিপূর্ণ।  

শরৎকাল এবং হেমন্তকালের ফল: এতে তা ও নারকেল পাওয়া যায়। এ ফলগুলো বরিশাল, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা, ফরিদপুরে পাওয়া যায়। 

শীতকাল: এ ঋতুর প্রধান ফল হলো কমলালেবু। এটি সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ফল হলো খেজুর, আখ প্রভৃতি। এ ঋতুতে এ ফলগুলো সবখানে পাওয়া যায়।

বসন্তকালে ফল : বসন্তকালে তরমুজ, বেল, ডালিম প্রভৃতি খেয়ে মানুষ নিজেরা সন্তুষ্ট হয়। এ ফল আমাদের দেশে কম বেশি সর্বত্র পাওয়া যায়।  

কিছু নামকরা ফল : বাংলাদেশ বিভিন্ন ফলে সমৃদ্ধ। এ ফলগুলো বিভিন্ন বর্ণ এবং আকারের হয়। এ ফলগুলো রসালো এবং স্বাদের হয়। সুস্বাদু ফলগুলোর মধ্যে কয়েকটির বর্ণনা নিচে দেওয়া হলো :  

আম : আমাদের দেশে আম সবচেয়ে সাধারণ এবং প্রিয় ফল। এটি ভিটামিনে সমৃদ্ধ। এটার বিভিন্ন প্রকার আছে যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, মোহনভোগ, সীতাভোগ প্রভৃতি। আমের মিষ্টি গন্ধ আছে এবং সবাই এটা পছন্দ করে। 

কাঁঠাল : কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটি খরখরে এবং পুরু খোল রয়েছে। এর ছোট ছোট কোষ আছে যা এর অভ্যন্তরে পাওয়া যায়। কাঁঠাল যৌগিক ফল। এটি রসালো এবং আকর্ষণীয়।  

আনারস : আনারসের সুস্বাদু রস রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। এটি বলা হয় যে সকালে এক গ্লাস আনারসের রস মানুষকে ডাক্তার থেকে দূরে রাখে। এ ফল সিলেট এবং চট্টগ্রাম জেলায় সবচেয়ে ভালো হয়। 

কলা : এ ফল সারা বছর পাওয়া যায়। এটি সুস্বাদু এবং পুষ্টিকর। অমৃত সাগর, সবরি, কবরি, অগ্নিস্বর প্রভৃতি এর প্রকারভেদ। এক প্রকার সবুজ কলা সবজি হিসেবে খাওয়া হয়। পাকা কলা খুব সুস্বাদু।  

নারকেল : নারকেল আমাদের দেশে আর একটি সাধারণ ফল। এটি সুপেয় পানি ধারণ করে। এর শ্বাস খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর। গ্রীষ্মে এর পানি আমাদের তৃষ্ণা এবং ক্লান্তি দূর করে।  

উপসংহার : বাংলাদেশ ফলে সমৃদ্ধ। সব ফল স্বাস্থ্যকর। বিভিন্ন ধরনের সিরাপ, আচার এবং জেলি ফল থেকে প্রস্তুত করা হয়। আমরা ফল বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এটি আমদের প্রাকৃতিক সম্পদ।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...