Skip to main content

Essay - Life in a Village রচনা - গ্রাম্য জীবন

Essay - Life in a Village রচনা - গ্রাম্য জীবন

Essay - Life in a Village রচনা - গ্রাম্য জীবন 

Essay - Life in a Village

Introduction: Bangladesh is a rural country. Most of the people live in village areas. Life here is smooth but not free from problems. The village people are simple, religious and conservative.  

Life of peace and tranquility: Village life is a life of peace and tranquility. People can live amidst of nature. They grow up on the lap of nature. The people are satisfied with what they get. They are hard working. They work hard to lead their life. They know each other. Everybody feels for each other. In fact village life is a life of simplicity and tranquility.  

Types of people living in villages: Villages are densely populated. There are mainly three types of people in villages. These are the rich, the middle class and the poor class. All these people live together in villages. Their diversified state makes the village more enjoyable and happy. Again people of different religions and customs make village life ideal and significant.  

Life of the rich people: The life of the rich people in villages is very enjoyable. They have no want. They employ the poorer sections to their work. They get the poor peoples labour. They become lazy. They spend money for their happiness. They can lead a life of prosperity. They lead a care free life. They can educate their children. In fact the rich people in village pass a happy life.  

Life of the middle-class people: The life of the middle- class people in villages is laborious. They enjoy normal life. They work in lands and employ others. These type of people run business, some are service holders and some are land-owners. These people lead a life of somewhat tension. They dwindle away time in the afternoon. At night they watch TV and other media.

 Life of the poor people: The life of the poor people in villages are extreme. They have to work hard to maintain their both ends meet. They work in others' land and payment. They work hard but get less. Want is their daily companions. Their children cannot get sufficient food. They starve for days. They can not go to school. Women in poor class have to work hard. They get less time to take care of the children. These poor people have to go ill-fed and ill-clad.  

Relation among the villagers: The village people maintain close relations with each other. They have brotherly feelings. They live together. One helps others in weal and woe. People go on from one house to another. It seems that the total people live like members of a family. Quarrels may happen among them but these are quickly resolved. Thus life in a village is full of sympathy and affection for each other.  

Festivals in village: In the villages, numerous festivals are held. The whole village people attend these festivals. They contribute to these festivals. They forget their disparities and differences. They enjoy much on the festivals. The poor people may not enjoy much but they feel these festivals. They watch others' happiness and amuse themselves. Women folk: Life of the women folk in villages is life of duty, responsibility and enjoyment. They have to lead an active life. They work house-hold chores. They have to look after their husband and children. In agricultural families, women folk have to do the harvesting. In their leisure, the women folk gossip and visit others' houses.  

Problems in village life: The village life is not free from defects. Here people lead a poor life. There is no good roads and transport facilities. There is lack of educational institutions, medical and amusing centers. During the rainy season, people have to suffer. Then people can not move smoothly.  

Conclusion: Life in a village is full of both pleasure and hardship. People here lead a simple life. They are free from any demoralization. They enjoy the fresh air and nature. They have fair relations with each others. 

রচনা - গ্রাম্য জীবন

ভূমিকা : বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। অধিকাংশ মানুষ গ্রাম এলাকায় বাস করে। এখানে জীবন নির্ঝঞ্চাট কিন্তু সমস্যামুক্ত নয়। গ্রাম্য লোকেরা সহজ, সরল এবং রক্ষণশীল। 

শাস্তি ও প্রশান্তির জীবন : গ্রাম্য জীবন শান্তি এবং প্রশান্তির জীবন। মানুষ প্রকৃতির মধ্যে বসবাস করতে পারে। তারা প্রকৃতির কোলে বেড়ে ওঠে। গ্রাম্য লোক যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে। তারা কঠোর পরিশ্রমী। তারা জীবন পরিচালনা করতে কঠোর পরিশ্রম করে। তারা একে অপরকে চেনে জানে। প্রত্যেকে একে অন্যের প্রতি সহানুভূতি বোধ করে। প্রকৃতপক্ষে, গ্রাম্য জীবন সরলতা এবং প্রশান্তির জীবন।  

গ্রামে বাস করা লোকের ধরন : গ্রাম ঘনবসতিপূর্ণ। গ্রামে প্রধানত তিন ধরনের মানুষ বাস করে। এগুলো হলো ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণি। সব ধরনের লোক একত্রে গ্রামে বাস করে। তাদের বৈচিত্র্যময় অবস্থা গ্রামকে আরো উপভোগ্য এবং সুখী করে। আবার বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের লোক গ্রাম্য জীবনকে আদর্শ এবং তাৎপর্যপূর্ণ করে তোলে ।  

ধনী মানুষের জীবন : গ্রামে ধনী মানুষের জীবনযাপন খুব উপভোগ্য। তাদের কোন অভাব নেই। তারা গরিব শ্রেণিকে কাজ দেয়। তারা গরিবদের শ্রম কাজে লাগায়। তারা অলস হয়। তারা সুখের জন্য টাকা ব্যয় করে। তারা সমৃদ্ধিশালী জীবনযাপন করতে পারে। তারা ভাবনাহীন জীবন-যাপন করে। তারা সন্তানদের পড়াশুনা করাতে পারে। প্রকৃতপক্ষে, গ্রামে ধনী লোকেরা সুখী জীবনযাপন করে।

মধ্যবিত্তদের জীবন : গ্রামে মধ্যবিত্তদের জীবন শ্রমসাধ্য। তারা স্বাভাবিক জীব উপভোগ করে। তারা জমিতে কাজ করে এবং অন্যদেরকেও কাজে নেয়। ধরনের লোকেরা ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে, কেউ চাকরিজীবী, জমির মালিক। এরা কিছুটা মানসিক চাপে জীবনযাপন করে। তারা বিকালে সময় অপচয় করে। রাতে তারা টেলিভিশন দেখে এবং অন্য কিছু করে।  

দরিদ্র মানুষের জীবন : গ্রামে দরিদ্র মানুষের জীবন কঠোর। তাদের আয় অনুযায়ী জীবনযাত্রা নির্বাহ করতে কঠোর পরিশ্রম করতে হয়। তারা অন্যে জমিতে কাজ করে এবং টাকা পায়। তারা কঠোর পরিশ্রম করে কিন্তু কম পায়। অভাব তাদের নিত্য সঙ্গী। তাদের সন্তানেরা পর্যাপ্ত খাদ্য পায় না তারা দিনের পর দিন উপোস করে। তারা স্কুলে যেতে পারে না। গরিব শ্রেণি মহিলাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। তারা সন্তানদের যত্ন নিতে ক সময় পায় । এই দরিদ্র মানুষরা নিম্নমানের খাবার এবং পোশাক পায়। 

গ্রামবাসীদের মধ্যে সম্পর্ক : গ্রামবাসীরা একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাদের ভ্রাতৃত্ব বোধ আছে। তারা এক সাথে বসবাস করে। সুখ-দুঃখে একজন অপরজনকে সাহায্য করে। মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়ি যায় মনে হয় সব লোক এক পরিবারের সদস্য। তাদের মধ্যে ঝগড়া হয় কিন্তু দ্রুত মিটে যায়। এভাবে গ্রাম্য জীবন একে অন্যের জন্য সহানুভূতি স্নেহপরায়ণতায় পরিপূর্ণ থাকে।  

গ্রামের উৎসব : গ্রামে অনেক উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামের সকল লোক এ উৎসবে যোগ দেয়। তারা এসব উৎসবে অবদান রাখে। তারা তাদের বৈষম এবং পার্থক্য ভুলে যায়। তারা উৎসবে অনেক মজা করে। গরিব মানুষ উৎসবে অনেক সময় অংশগ্রহণ করে না কিন্তু তারা উৎসবকে উপলব্ধি করে তারা অন্যদের আনন্দ দেখে এবং নিজেদের আমুদে করে তোলে।  

নারী সম্প্রদায় : গ্রাম্য নারীর জীবন কর্তব্যপূর্ণ জীবন। তাদেরকে কর্মময় জীবন পরিচালনা করতে হয়। তারা বাড়ির গৃহস্থালির কাজ করে। তাদেরবে স্বামী ও সন্তানদের দেখাশুনা করতে হয়। কৃষি কাজ করা পরিবারগুলোতে, নারীদের শস্য কর্তনের কাজ করতে হয়। তাদের অবসর সময়ে, নারীরা খোস গল্প করে এবং অন্য বাড়িতে বেড়াতে যায়।  

গ্রাম্য জীবনে সমস্যা : গ্রাম্য জীবন ত্রুটিমুক্ত নয়। এখানে মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন পরিচালনা করে। সেখানে কোন ভালো রাস্তা এবং পরিবহন সুবিধা নেই। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র এবং বিনোদন কেন্দ্রের অভাব আছে। বর্ষকালে মানুষ অনেক কষ্ট পায়। তখন মানুষ সহজভাবে চলাফেরা করতে পারে না।  

উপসংহার : গ্রাম্য জীবন আনন্দ বেদনা উভয়ে পরিপূর্ণ। মানুষ এখানে সাধারণ জীবনযাপন করে। তারা যে কোন চরিত্রহীনতা থেকে মুক্ত। তারা সতেজ বায়ু এবং প্রকৃতি উপভোগ করে। তাদের একে অন্যের সাথে সুসম্পর্ক রয়েছে।  

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...