Skip to main content

Essay - Life in a Village রচনা - গ্রাম্য জীবন

Essay - Female Education রচনা- নারী শিক্ষা

Essay - Female Education রচনা- নারী শিক্ষা

Essay - Female Education

Introduction: Female education is the crying need. There can be no valid argument for keeping the females uneducated. To get the acme of perfection, both male and female education must be ensured. Now-a-days all thinking people are of the view that female education is essential for the over-all progress.  

Females are part of human race: Man is the best creation of Almighty. Here 'man' means both male and female. Our creator has endowed human beings with rationality and sanity. To develop and flourish these rare phenomena, both male and female must be educated. Education ennobles our mind and develops our sensibility. And our female section must have the right to educate themselves for the improvement of their faculties.  

Education should be universalized: Education means the mental and intellectual right. Everyone has the right to get education. It refines and enlightens human beings. Every great persons of the world have put higher importance on education. Without education, man is like a beast. Ignorance is a great evil. It disparages a man. Education leads a man to a higher state. God himself has made education compulsory for every human being. Thus education should be universal. It is an abominable act to make education available for a section. Thus our female folk must be given equal opportunity to peruse education like man.  

View against female education: It is inevitable that keeping female section uneducated, no nation can stand upright. There are some people who argue against female education. They argue if they are educated they will overlook their duties. They will involve them in reading. As a result, the domestic chores will be ignored by them. Secondly, they argue female education means a waste of time, money and energy. Thirdly, if the females are educated, they will demean their ordained duty of rearing children and caring husbands. However, it can definitely be said that these are baseless arguments and we have to shake off these lame excuses.  

Reasons for education of women: Female education has manifold blessings. It will be a source of our energy and potentialities. As females are the half of our share, their education means a great wealth for us. Because, an educated woman is an educated mother. She can easily rear children. She can provide better care and nutrition for her husband and other inmates of the house. Secondly, an educated mother is an earner. She can boost up the economy of a family. Thirdly, an educated woman can easily decide about the good prospects of a family. Fourthly, an educated mother can educate her children well. They can give an educated nation. Fifthly, an educated woman can be a proper citizen. She can take the responsibility for the betterment of a nation. Now-a- days, we see that educated women are becoming pilots, doctors, engineers, social workers etc.  

Ways to be taken for this: As a civilized nation, we must ensure female education. We should shun our prejudices against female education. Religious restrictions should not be imposed here. We should set up sufficient institutions for educating our girls. We have to create opportunities for them. We must stop early marriage. Realizing the importance of female education, our government has taken female stipend programme and free education for the women.  

Conclusion: Female education is vitally important for establishing a civilized nation. They should not be deprived of it. All steps should be taken to ensure education for females. If females are educated, we will be able to raise our head in a dignified way among the developed nations. 

রচনা- নারী শিক্ষা

ভূমিকা: নারী শিক্ষা জরুরি প্রয়োজন। নারীকে অশিক্ষিত রাখার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। চরম উৎকর্ষতা লাভের জন্য, নারী ও পুরুষ উভয়ের শিক্ষাকে অবশ্যই নিশ্চয়তা বিধান করতে হবে। সার্বিক চিন্তাশীল লোকদের মতে সার্বিক উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য।  

নারীরা মানব জাতির অংশ: মানুষ সর্বশক্তিমানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এখানে 'মানুষ' বলতে নর ও নারী উভয়কেই বুঝানো হয়েছে। আমাদের স্রষ্টা মনুষ্য জাতিকে যৌক্তিকতা ও বিচার বুদ্ধির সুস্থতা দান করেছেন। এই বিরল বিস্ময়কর বস্তু উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারী ও পুরুষ উভয়কেই অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষা আমাদের মনকে সমর্থ ও বোধশক্তিকে উৎকর্ষ করে এবং আমাদের মহিলা গোষ্ঠীকে তাদের শক্তিকে উন্নীত করার জন্য নিজেদের শিক্ষিত করে তুলতে তাদের অবশ্যই অধিকার থাকতে হবে। 

শিক্ষা সর্বজনীন হওয়া উচিত: শিক্ষার অর্থ মানসিক ও বুদ্ধিবৃত্তিক অধিকার। সবারই শিক্ষা পাওয়ার অধিকার আছে। এটি মানব জাতিকে পরিশুদ্ধ ও আলোকিত করে। বিশ্বের প্রত্যেক মহান ব্যক্তিই শিক্ষার উপর উচ্চতর গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষাবিহীন মানুষ পশুর তুল্য। অজ্ঞতা মহা অপরাধ। এটি মানুষকে অবমূল্যায়ন করে। শিক্ষা মানুষকে উচ্চতর মর্যাদায় নিয়ে যায়। ঈশ্বর প্রত্যেক মানব জাতির জন্য নিজেই শিক্ষাকে বাধ্যতমূলক করেছেন। তাই শিক্ষা সর্বজনীন হওয়া উচিত। একটি গোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ করা এটা একটি গর্হিত কাজ। এভাবে আমাদের নারী জাতিকে পুরুষের মতো অবশ্যই শিক্ষা লাভের সমান সুযোগ প্রদান করা উচিত।  

নারী শিক্ষার বিরুদ্ধে মত: এটি অপরিহার্য যে মহিলা গোষ্ঠীকে অশিক্ষিত রেখে - কোন জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিছু লোক আছে যারা নারী শিক্ষার বিরুদ্ধে যুক্তি প্রদান করেন। তারা যুক্তি দেন যে যদি তারা শিক্ষিত হয়, তাহলে তারা তাদের কর্তব্য এড়িয়ে যাবে। তারা তাদেরকে পড়াশুনায় মগ্ন রাখবে। ফলে, তারা গৃহস্থালির কাজ উপেক্ষা করবে। দ্বিতীয়ত, তারা যুক্তি দেন যে নারী শিক্ষার অর্থ সময়, অর্থ ও শক্তির অপচয়। তৃতীয়ত, যদি মহিলারা শিক্ষিত হয়, তাহলে সন্তান প্রতিপালন ও স্বামীর সেবার মতো নির্ধারিত কর্তব্যগুলো প্রতিপালনে হেয় জ্ঞান করে। যাহোক, এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এগুলো ভিত্তিহীন যুক্তি এবং আমাদের এই খোঁড়া অজুহাতগুলো ঝেড়ে ফেলে দিতে হবে।  

নারী শিক্ষার পক্ষে যুক্তি: নারী শিক্ষার বহুমুখী আশীর্বাদ আছে। এটি আমাদের শক্তি ও সম্ভাবনার উৎস হতে পারে। যেহেতু নারীরা আমাদের অর্ধেক অংশীদার, তাদের শিক্ষা অর্থ আমাদের জন্য বড় সম্পদ। কারণ, একজন শিক্ষিত নারী একজন শিক্ষিত মাতা। তিনি সহজেই সন্তান প্রতিপালন করতে পারেন। তিনি তার স্বামীর জন্য অতিকতর যত্ন ও পুষ্টির যোগান দিতে পারেন এবং অতিরিক্ত সহনিবাসী হতে পারেন। দ্বিতীয়ত, একজন শিক্ষিত মা রোজগেরে হতে পারেন। তিনি একটি পরিবারের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারেন। তৃতীয়ত, একজন শিক্ষিত নারী সহজেই একটি পরিবারের ভালো সমৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। চতুর্থত, একজন শিক্ষিত মা তার সন্তানদের ভালোভাবে শিক্ষা দিতে পারেন। তারা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। পঞ্চমত, একজন শিক্ষিত নারী একজন যথাযথ নাগরিক হতে পারেন। তিনি একটি জাতির মঙ্গলের জন্য দায়িত্ব নিতে পারেন। আজকাল, আমরা দেখছি যে শিক্ষিত নারীরা বৈমানিক, চিকিৎসক, প্রকৌশলী, সমাজকর্মী ইত্যাদি হচ্ছেন। বস্তুত, নারী শিক্ষার উপকারিতা অসীম। একজন অজ্ঞ মাতা তার স্বামী ও পরিবারের কাছে বোঝা স্বরূপ। তাই নারীদের উপযুক্ত শিক্ষা প্রদান করা উচিত।

এজন্য যেসব পন্থা গ্রহণ করা যেতে পারে: সভ্য জতি হিসেবে, আমাদের অবশ্যই নারী শিক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে। নারী শিক্ষার বিরুদ্ধে আমাদের কুসংস্কারগুলো বর্জন করা উচিত। এখানে ধর্মীয় নিষেধাজ্ঞাগুলো আরোপ করা উচিত নয়। আমাদের মেয়েদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা উচিত । তাদের জন্য আমাদের সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা বাল্য বিবাহ অবশ্যই রোধ করব। নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে, আমাদের সরকার নারীদের জন্য বৃত্তি প্রদান কর্মসূচি ও বিনা বিতনে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে।  

উপসংহার: একটি সভ্য জাতি গঠনের জন্য নারী শিক্ষা অপরিহার্যভাবে গুরুত্বপূর্ণ। তাদের এটি থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। নারী শিক্ষার জন্য সকল পদক্ষেপ নিশ্চিত করা উচিত। যদি নারীরা শিক্ষিত হয়, তাহলে আমরা উন্নত জাতির মধ্যে মর্যাদার সাথে আমাদের মাথা তুলতে সমর্থ হবো।  

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...