Skip to main content

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 3 Shilpi

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 2 Adolescence

 HSC English First Paper English For Today - Unit 9 Lesson 2 Adolescence

Adolescence and some (Related) problems in Bangladesh

When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. In the in-laws' house, she is marginalized. She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. In Bangladesh, it is still common for a bride's family to pay dowry, despite the practice being illegal. Dowry demands can also continue after the wedding For an adolescent bride, even if her in-laws are supportive, there are significant health risks in terms of pregnancy and child birth. The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. The maternal mortality rate for adolescents is double the national rate.

When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends and social status. The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. Moreover, they lack information about health issues. According to a study, only about three in five adolescents have even heard of HIV. It is also reported that more than 50 percent of adolescent girls are undernourished and suffer from anaemia. Adolescent fertility is also high in Bangladesh. The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007. Moreover, neonatal mortality is another concern for younger mothers.

While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. Many boys who are unable to go to school, or are unemployed, remain unaware of social or health issues. They are åt considerable risk of being drawn into criminal activities. They are also more likely to get exposed to drugs and alcohol.

বাংলাদেশী কিশোরদের কিছু কৈশোর সম্পর্কিত সমস্যা

যখন একটি মেয়ের বিয়ে হয় তখন সে স্কুল ছেড়ে দেয় এবং তার শ্বশুরবাড়িতে পুরো সময় ধরে কাজ করা শুরু করে। তার শ্বশুরবাড়িতে তাকে অগ্রাহ্য করা হয়। সে যৌতুক সংক্রান্ত সহিংসতাসহ সব ধরনের নির্যাতনের ক্ষেত্রে অরক্ষিত হয়ে পড়ে। বাংলাদেশে কনের পরিবার যে যৌতুক দিতে বাধ্য হয় তা এখনও সাধারণ একটি বিষয় যদিও এটি অবৈধ। যৌতুকের দাবি বিবাহের পরও অব্যাহত থাকতে পারে। একজন কিশোরী বধূর জন্য গর্ভাবস্থা এবং সন্তান প্রসব নিয়ে অধিক স্বাস্থ্য ঝুঁকি আছে এমনকি তার শ্বশুর-শাশুড়ি সহায়ক হলেও। বেশিরভাগ কিশোরী বধূ ও তাদের পরিবার প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধ সম্পর্কে অজ্ঞ বা অপর্যাপ্ত জ্ঞানের অধিকারী। কিশোরীদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার জাতীয় হারের তুলনায় দ্বিগুণ।

কিশোরীদের যখন বিবাহ বা কাজের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়, তারা প্রায়ই তাদের গতিশীলতা, তাদের বন্ধু এবং সামাজিক অবস্থান হারান। কিশোরী মেয়েদের মধ্যে গতিশীলতার অভাব তাদের অর্থনৈতিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সঙ্কুচিত করে দেয় । তাছাড়া তারা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তথ্য অভাব বোধ করে। একটি সমীক্ষা অনুযায়ী, প্রতি পাঁচজন কিশোরীদের মধ্যে মাত্র তিনজন এইচ আই ভি সম্পর্কে শুনেছেন। এছাড়াও প্রতিবেদনে প্রকাশ করা হয় যে, কিশোরীদের মধ্যে ৫০ শতাংশের অধিক অপুষ্টির শিকার এবং তারা রক্ত স্বল্পতায় ভোগে। কিশোরীদের গর্ভধারণের হারও বাংলাদেশে বেশি। সার্বিক গর্ভধারণের মধ্যে কিশোরী গর্ভধারণের অবদান ১৯৯৩ সালের ২০.৩% থেকে ২০০৭ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৪.৪% । তাছাড়া, নবজাতক মৃত্যুহার কিশোরী মায়েদের জন্য অন্য একটি উদ্বেগের বিষয়।

কিশোর ছেলেদের জন্য অবস্থা কিছুটা ভালো হলেও তাদের অনেকেই অরক্ষিত এবং তারা তাদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতাহীন। অনেক ছেলেরা যারা স্কুলে যেতে পারে না অথবা বেকার, তারা সামাজিক বা স্বাস্থ্য সমস্যা বিষয়ে অসচেতন থাকে। তারা অপরাধমূলক কাজে জড়িত হওয়ার যথেষ্ট ঝুঁকিতে থাকে। তাছাড়া মাদকদ্রব্য ও মদ এ আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...