Skip to main content

HSC English First Paper English For Today - Unit 12 Lesson 2 The Greta Effect

Essay - A Visit to a Place of Historic Interest রচনা - একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন

 Essay - A Visit to a Place of Historic Interest রচনা - একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন

Essay - A Visit to a Place of Historic Interest 

Introduction: Visiting always tempts human beings. To see the unknown and to know the unknown is the inborn quality of man. He can get innumerable benefits from visiting the places of historic interests. These types of places are full of significance and importance.

Importance of travelling historic places: Travelling of historic places does much benefit to us. It helps us to be acquainted with historic events. If we can go back to our past ancestors or happenings, it will increase our knowledge, give practical sense of places, people and things. Travelling in historic places also impresses our mind with vastness, grandeur, wonder and majesty. It also unfolds the mysterious past. Last week I got an opportunity to visit the historic Shatgambuz Mosque at Bagerhat. I got much pleasure visiting the famous architectural designs of these places.

Shatgambuz Mosque-the world heritage site: The Shatgambuz Mosque is a historic place situated in the suburbs of Bagerhat. It is a 15th century Islamic edifice situated on the edge of the sunderbans. It is a world heritage site declared by UNESCO.

Occasion of my visit: Last summer vacation, I went to visit the historic Shatgambuz with my own eyes. We some friends and a teacher went there on a funny day. We started at 6 a.m. from Satkhira bus terminal and at about 2 p.m. we reached there safely.

My impression on the Mazar: The Mazar of Khan Jahan Ali is on a raised ground. It is made of cut-out stone. It is said that Hazrat Khan Jahan Ali brought these stones from Chittagong by floating on water. There are inscriptions in Arabic. I was thrilled observing the architectural technology of so many years ago. I observed a lot of people visiting this Mazar. 

The Shatgambuz: The Shatgambuz Mosque is an enormous Mughal architectural site. It covers a large area. It has sixty pillars which support seventy-seven beautiful curved domes. These domes have been worn away with the passage of time. I went inside the mosque. We were heard that Pir Khan Jahan Ali used this as a mosque. Others say that it was used as a Darbar by the Mughal Governor of that place. 

Dargah dighi: We also visited the Dargah Dighi. The water of this dighi is sweet. There are several crocodiles here. People believe if they can satisfy the hunger of these crocodiles with hens, cocks etc. their hopes will be fulfilled. The names of the crocodiles are Kalapahar and Dhalapahar. We drank its water and some of my friends took bath here. 

Ghoradighi: Another important place of Bagerhat is Ghoradighi. It is called Ghoradighi according to the name of a horse. It is said that before digging the dighi, a horse was made run and the distance of it was accepted as the length of the dighi. There are crocodiles in this dighi. 

My feelings at these places: I felt very much pleasure visiting these places. I knew a lot about the activities of Pir Khan Jahan Ali. We took some photos. Our teacher explained every detail. I got opportunity to observe everything by my own eyes. In fact, it was a very educative visit.

Conclusion: Visiting of historical places gives us enormous feelings. We should visit these places according to our capability. It helps to observe past glories and achievements. 

রচনা - একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন

ভূমিকাঃ পরিদর্শন সর্বদাই মানব জাতিকে প্রলুব্ধ করে। অদেখাকে দেখা ও অজানাকে জানা মানুষের আজন্ম গুণ। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন হতে আমরা অসংখ্য সুবিধা পেতে পারি। এ ধরনের স্থান তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। 

ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের গুরুত্ব: আমাদের কাছে ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের অনেক সুবিধা আছে। এটি ঐতিহাসিক ঘটনার সাথে পরিচিত হতে আমাদেরকে সাহায্য করে। আমরা যদি আমাদের অতীত পূর্বপুরুষ অথবা ঘটনায় ফিরে যেতে পারি, তাহলে এটি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে, স্থান, মানুষ ও জিনিস সম্বন্ধে বাস্তব ধারণা প্রদান করবে। ঐতিহাসিক স্থান ভ্রমণও আমাদের মনের উপর এর বিশালত্ব; আড়ম্বর, বিস্ময় ও মহিমার ছাপ পড়ে। এটি অতীতের রহস্যকেও উদঘাটন করে। গত সপ্তাহে আমি বাগের হাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনের সুযোগ পেয়েছিলাম। আমি এই স্থানগুলোর বিখ্যাত স্থাপত্য শিল্পের নমুনা পরিদর্শন করে অনেক আনন্দ পেয়েছিলাম । 

ষাটগম্বুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের স্থান: ষাটগম্বুজ মসজিদ একটি ঐতিহাসিক স্থান যা বাগেরহাটের উপকণ্ঠে অবস্থিত। এটি পঞ্চদশ শতাব্দীর একটি ইসলামিক স্বপ্ন সৌধ যা সুন্দরবনের কিনারায় অবস্থিত। এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যের স্থান।

আমার ভ্রমণের উপলক্ষ: গত গ্রীষ্মের ছুটিতে আমি নিজচক্ষে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে গিয়েছিলাম। আমরা কয়েকজন বন্ধু ও একজন শিক্ষক একটি মজার দিনে সেখানে গিয়েছিলাম। আমরা সকাল ছয়টায় সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে রওনা হয়ে প্রায় দুপুর দুটায় সেখানে নিরাপদে পৌছলাম ।

মাজার সম্বন্ধে আমার ধারণা: খান জাহানের মাজার উন্নীত ভূমিতে অবস্থিত। এটি ডিজাইন করা পাথরের তৈরি। কথিত আছে যে খাঁন জাহান আলী পাথরগুলো চট্টগ্রাম থেকে কিনে পানিতে ভাসিয়ে নিয়ে এসেছিলেন। আরবিতে উৎকীর্ণ লিপি ছিল। অনেক বছর আগের স্থাপত্যশিল্পের কৌশল দেখে আমি রোমঞ্চিত হয়েছিলাম । অসংখ্য লোকের মাজার ভ্রমণ করা আমি লক্ষ করলাম। 

ষাটগম্বুজ: ষাটগম্বুজ মসজিদ বিশাল মুঘল স্থাপত্যশিল্পের অবস্থান। এটি বিশাল অঞ্চল জুড়ে আছে। এর ষাটটি গম্বুজ আছে যা সাতাত্তরটি সুন্দর খচিত গম্বুজের সহায়ক স্তম্ভ আছে। সময়ের বিবর্তনে এই গম্বুজগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। আমি মসজিদের ভিতরে গেলাম। আমরা শুনলাম যে পীর খান জাহান আলী এটি মসজিদ হিসেবে ব্যবহার করতেন। অন্যরা বলে যে এটি ঐ স্থানের মুঘল সরকার দরবার হিসেবে ব্যবহার করতেন।

দরগাহ দিঘি: আমরা দরগাহ দিঘিও পরিদর্শন করলাম। এই দিঘির পানি মিষ্টি। এখানে নানা প্রকার কুমির আছে। লোকে বিশ্বাস করে যদি তারা মুরগি, মোরগ ইত্যাদি দ্বারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারে, তাহলে তাদের আশা পরিপূর্ণ হবে। কুমিরদের নাম কালাপার ও ধলাপার। আমরা এর পানি পান করলাম ও আমার কয়েজন বন্ধু এখানে গোসল করলো।

ঘোড়াদিঘি: বাগের হাটের অপর গুরুত্বপূর্ণ স্থান হলো ঘোড়াদিঘি। ঘোড়ার নামানুসারে এটিকে ঘোড়াদিঘি বলা হয়। কথিত আছে যে এই দিঘি খননের পূর্বে একটি ঘোড়াকে দৌড় পাড়ানো হয়েছিল এবং দূরত্ব এই দিঘির দৈর্ঘ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল। এই দিঘিতে কুমীর আছে ।

এই জায়গাগুলোর প্রতি আমার অনুভূতি: এ স্থানগুলো পরিদর্শন করে আমি খুব আনন্দ অনুভব করলাম। পীর খান জাহান আলীর কার্যক্রম সম্বন্ধে আমি অনেক জানতে পারলাম। আমরা কিছু ছবি তুললাম। আমাদের শিক্ষক প্রতিটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। আমি নিজ চক্ষে সবকিছু দেখার সুযোগ পেয়েছিলাম। বস্তুত, এটি ছিল একটি শিক্ষামূলক পরিদর্শন ।

উপসংহার: ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন আমাদেরকে প্রচুর অনুভূতি দান করেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের এই স্থানগুলো পরিদর্শন করা - উচিত। অতীত গৌরব ও কৃতিত্ব পর্যালোচনা করতে এটি সাহায্য করে।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...