Skip to main content

HSC English First Paper English For Today - Unit 12 Lesson 2 The Greta Effect

Essay - A Village Market রচনা- গ্রাম্য বাজার

 Essay - A Village Market রচনা- গ্রাম্য বাজার

Essay - A Village Market

Introduction: A village market is a place where the villagers buy and sell things of their daily use. It is an important place for them. They satisfy their demands from here. It plays a great role for the economy of the people.

 Location: Generally a village market sits by the river side or canal usually under a banyan tree. This place is linked with surrounding areas on road. A village market sits in the morning and breaks up at noon. On hat days some markets sit at 1 or 2 p.m. and breaks up at night.

Kinds of village market: There are two kinds of village market. One is bazar and another is hat. The bazar sits everyday and the hat sits once or twice in a week. 

Nature of shops: A village markets sits in the open place. There is vast space in front of the shops. The customers stand there. The shopkeepers sit in rows. They sell different types of things such as rice, dal, oil, onion, garlic, ginger, vegetables etc. The shops here are of two types. These are temporary shops and permanent shops.

(i) Temporary shops : In the temporary shops, the shopkeepers sit with oil, rice, dal, vegetables etc. After the finish of the market, these shops are closed down. Next day, the shopkeepers sit with their sheds. Always din and bustle prevails here.

(ii) Permanent shops: The permanent shops rest all the market days. These are housed strongly. Here the shopkeepers sell rice, pulse, wheat, flour, sugar, fried rice etc. These shops are less crowded. Here the customers come and buying their necessary things, go away. 

System of buying and selling: A village market is always busy. The shopkeepers and the customers bargain with each other. After the bargaining, the things are sold. Sometimes it is seen that the bargaining continues a long. The bring good things can make a good profit. Some customers value fresh and good things. Those who can commodities have fixed price written on them. In this case, the customers have to buy things at the fixed price. The shopkeepers draw the attention of the customers to their goods. Sometimes the simple-minded customers compelled to buy the things being motivated by the shopkeepers. Thus the buying and selling process always keeps the market crowds. 

Usefulness: A village market has much importance. It supplies the daily necessities for the villagers. The producers can sell their products. The people can meet their acquaintances here. Thus it becomes a meeting place for the villagers. They can exchange their views and greetings, it creates social intensification. A village market has economic roles. It is a place of economy for the village people. The government can collect taxes or money from the village market. It is a source of livelihood and employment for the people.

Defects: A village market has some drawbacks. Here things are not sold at the fixed price. The shopkeepers can easily hoax the customers. Sometimes unexpected mishaps happen about the prices. Again, a village market is not clean. It remains dirty. Filthy atmosphere prevails here. There are no sweepers here. Sometimes pick-pockets are seen. Terrorism and other anti-social activities happen surrounding the market. 

Conclusion: A village market is a center of relations among the villagers. Here different types of people assemble together. They can meet their daily necessities. Thus a village market plays a vital role for the villagers.

 রচনা- গ্রাম্য বাজার

ভূমিকা : গ্রাম্য বাজার হলো একটা স্থান যেখানে গ্রামের লোকজন তাদের নিত্য ব্যবহৃত পণ্যদ্রব্য কেনাবেচা করে। তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। তারা এখান থেকে তাদের চাহিদা মেটায়। এটা মানুষের অর্থনীতির জন্য বড় ভূমিকা রাখে ।

অবস্থান : সাধারণত একটি গ্রাম্য বাজার নদীর ধারে অথবা খাল বা সচরাচর একটা বট গাছের নিচে বসে। এ স্থান চারদিকের রাস্তার সাথে সংযুক্ত থাকে। একটি গ্রাম্য বাজার সকালে বসে এবং দুপুরে শেষ হয়ে যায়। হাটের দিন কিছু বাজার দুপুর ১:০০ টা বা ২:০০ টায় বসে এবং রাতে শেষ হয়ে যায়। 

গ্রাম্য বাজারের ধরন : দুই ধরনের গ্রাম্য বাজার রয়েছে। একটা হলো বাজার এবং অন্যটি হলো হাট। বাজার প্রতিদিন বসে এবং হাট সপ্তাহে একবার অথবা দুইবার বসে।

দোকানের প্রকৃতি : গ্রাম্য বাজার খোলা স্থানে বসে। দোকানের সামনে বিশাল জায়গা থাকে। সেখানে ক্রেতারা দাঁড়ায়। দোকানদাররা সারিতে সারিতে বসে। তারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে যেমন : চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, শাকসবজি প্রভৃতি। এখানে দুই রকমের দোকান আছে । এগুলো হলো অস্থায়ী এবং স্থায়ী দোকান ।

(ক) অস্থায়ী দোকান : অস্থায়ী দোকানে দোকনদাররা তেল, চাল, ডাল, শাকসবজি প্রভৃতি নিয়ে বসে। বাজার শেষ হওয়ার পরে এ দোকানগুলো বন্ধ হয়ে যায়। পরবর্তী দিন, দোকানদারেরা তাদের ছাউনিতে বসে। এখানে সর্বদা ব্যস্ততা এবং হৈচৈ লক্ষ করা যায়।

খ) স্থায়ী দোকান : স্থায়ী দোকানগুলো বাজারের দিন শান্ত থাকে। এগুলো মজবুত করে পণ্য সংরক্ষণ করে। এখানে দোকানদাররা চাল, ডাল, গম, ময়দা, চিনি, সিদ্ধ চাল প্রভৃতি বিক্রি করে। এ দোকানগুলোতে কম ভিড় হয় । এখানে ক্রেতারা আসে এবং তাদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করে চলে যায়। 

কেনা বেচার পদ্ধতি : একটি গ্রাম্য বাজার সর্বদা ব্যস্ত থাকে। দোকানদার এবং ক্রেতারা একজন অন্যজনের সাথে দরকষাকষি করে। দরকাষাকষির পর পণ্য বিক্রি করা হয়। মাঝে মাঝে দরকষাকষি দীর্ঘ সময় চলতে থাকে। ক্রেতারা সতেজ এবং ভালো পণ্যের মূল্য দেয়। যারা ভালো পণ্য আনতে পারে তারা ভালো মুনাফা অর্জন করে। কিছু পণ্যের উপরে নির্দিষ্ট দাম লেখা থাকে । এ ক্ষেত্রে ক্রেতাদের নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয় করতে হয়। দোকানদাররা তাদের পণ্যের জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। মাঝে মাঝে সরলমনের ক্রেতারা দোকানদারদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে জিনিস কিনতে বাধ্য হয়। এভাবে কেনাবেচার পদ্ধতি সর্বদা বাজার জমজমাট থাকে ।

প্রয়োজনীয়তা : একটি গ্রাম্য বাজারের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এটা গ্রামবাসীদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহ করে। উৎপাদনকারীরা তাদের পণ্য বিক্রি করতে পারে। মানুষ তাদের পরিচিতদের সাথে এখানে দেখা করতে পারে। এভাবে এটা গ্রামবাসীদের জন্য সাক্ষাতের স্থান হয়ে ওঠে। তারা তাদের মত ও শুভেচ্ছা বিনিময় করতে পারে। এভাবে সামাজিক তীব্রতা বৃদ্ধি করে। গ্রাম্য বাজারের অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এটা গ্রাম্য মানুষের জন্য একটা অর্থনীতির স্থান। সরকার গ্রাম্য বাজার থেকে রাজস্ব বা টাকা আদায় করতে পারে। এটা লোকদের জন্য জীবিকা এবং কর্মের একটা উৎস। 

ত্রুটি : গ্রাম্য বাজারের কিছু অসুবিধা আছে। এখানে নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় করা হয় না। দোকানদাররা সহজেই ক্রেতাদের বোকা বানাতে পারে। মাঝে মাঝে দামের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। একটা গ্রাম্য বাজার পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এ জায়গা অপরিষ্কার থাকে। এখানে আবর্জানাপূর্ণ পরিবেশ দেখা যায়। এখানে কোন ঝাড়দার থাকে না। মাঝে মধ্যে পকেটমার দেখা যায়। বাজারের চারদিকে সন্ত্রাসবাদ এবং অন্যান্য সমাজ বিরোধী কার্যক্রম ঘটে। 

উপসংহার : গ্রাম্য বাজার গ্রামবাসীদের মধ্যে সম্পর্কের কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়। তারা তাদের প্রাত্যহিক চাহিদা মেটাতে পারে। এভাবে গ্রাম্য বাজার গ্রামের লোকদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...