Skip to main content

Essay - A Trip to a Village on a Holiday রচনা- ছুটিতে গ্রামে ভ্রমণ

 Essay - A Trip to a Village on a Holiday রচনা- ছুটিতে গ্রামে ভ্রমণ

A Trip to a Village on a Holiday

Introduction: I was born and grown up in a town. The life style and atmosphere in town is very familiar to me. So when I get opportunities to go to village, I do not lose those. Last week I got such an opportunity to go to a village in winter holiday.

Preparation: My bosom friend, Rana was born in a village. Now he is studying in town with me. Last winter holiday, he offered me to go to his village home. I quickly took the offer and took every preparation to go to his native village in Satkhira.

Journey to the village: Last Monday we started our journey from Gabtali. We boarded the bus at 6 a.m. The bus started at 6.20 a.m. I took my seat by the window. When the bus started running, I was thrilled. I felt I was going into infinity. After three hours running, when the bus stop near a bend, I felt I came near the village and started getting down. But Rana stopped me and told that our destination was still far away. However, I again was engrossed in enjoying the natural beauties all around. At last after three hours more we reached the outskirt of Rana's village. He told me to get down and I promptly got down from the bus. Then we hired a helicopter to go to Rana's house in Konra. When Rana called this vehicle as 'helicopter' I was surprised that the helicopter (that is actually bicycle) runs on the road. However our helicopter move slowly on the narrow roads inside the villages.

Reaching the village: Going through the village roads we reached Rana's village. His parents and sisters were ready to receive me cordially. Getting their bosom, they felt really pleased. Rana's sister took a jug of water to wash our hands and feet. Observing our dry and fatigued faces, Rana's mother gave us some muri, chira and date molasses to eat. After this I took some rest on the bed of Rana's room.

Bath in the pond : At about 1.30, Rana told me to take bath in the pond. I was really amused at his word. Because I would take bath in the pond was a matter of surprise to me. However, I started to get this new experience. I reached the village pond which was very big. A large number of people were bathing at that time. The total pond area became hilarious. However I felt strong sensations when I started getting into the pond. My amusement reached a climax when I dived in the pond. I also swam there.

Eating lunch: Another new experience of this trip was to eat lunch sitting on a mat in his house. We folded our legs and sat on the mat to eat. Rana's mother cooked a number of foods including different vegetable curries and fishes. This eating gave me some fresh experience. I could see closely about the eating habits of our villagers.

Green crops and paddy fields: In the afternoon, Rana took me to the green fields. I walked into the heart of the village. Near this village there is a vast field. Numerous crops grow there. I went deep into the fields. There were a lot of ripe crops there. I also saw the shepherds tending their cattle and farmers working in the fields. The total fields along with the village area seemed to me as rare beauty. Carrying water by village women: After my visit in the fields, I was returning through the village road. On the way I was struck with wonder to see the rural women folk carrying water on jars. The women were going keeping the jar on their hands and loins. This sight satisfied my eyes very much.

Village in the evening: In the evening, the village appeared a new look to me. The setting sun and the twilight gradually went down into darkness. The total village seemed to be lost. From houses here and there hurricane or small lamps are enkindled. It seemed to me that I was plunged into deep darkness. Conclusion: I was really enjoyed from this visit to the village. I got immense pleasure there. I will never forget the sweet memories of this visit.

রচনা- ছুটিতে গ্রামে ভ্রমণ

ভূমিকা : আমি শহরে জন্মগ্রহণ করেছি এবং শহরেই বেড়ে উঠেছি। শহরের জীবনযাপন এবং পারিপার্শ্বিক অবস্থা/প্রভাব আমার কাছে খুবই পরিচিত। তাই, যখন গ্রামে যাওয়ার সুযোগ পাই, সে সুযোগ থেকে বঞ্চিত হই না। গত সপ্তাহে আমি শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার এমন একটি সুযোগ পেয়েছিলাম।

প্রস্তুতি : আমার ঘনিষ্ঠ বন্ধু রানা গ্রামে জন্মগ্রহণ করেছে। সে এখন আমার সাথে শহরে পড়াশুনা করছে। গত শীতের ছুটিতে সে আমাকে তার গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। আমি অবিলম্বে প্রস্তাব গ্রহণ করি ভ এবং সাতক্ষীরায় তার নিজের গ্রামে যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করি। গ্রামে ভ্রমণ গত সোমবার আমরা গাবতলী থেকে আমাদের ভ্রমণ আরম্ভ করছিলাম। আমরা সকালে ৬:০০ টায় বাসে আরোহণ করেছিলাম। বাসটি সকাল ৬:২০ মিনিটে যাত্রা শুরু করেছিল। আমি জানালার পাশে বসেছিলাম। যখন বাসটি চলতে শুরু করে, আমি রোমাঞ্চিত হই। আমার মনে হচ্ছিল, আমি অসীমের পথে যাত্রা করছি। তিন ঘণ্টা যাওয়ার পর, যখন বাসটি একটা মোড়ের কাছে দাঁড়ায়, আমি মনে করেছি, গ্রামের কাছে এসে গেছি এবং গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম। কিন্তু রানা আমাকে থামায় এবং বলল আমাদের গন্তব্যস্থল এখনো অনেক দূরে। যাহোক, আমি আবার চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মনোনিবেশ করি। অবশেষে আরো তিন ঘন্টা যাওয়ার পর আমরা রানাদের গ্রামের সীমান্তে পৌঁছাই। সে আমাকে নামতে বলল এ আমি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ি। তারপর আমরা রানার বাড়ি কোনরায় যেতে একটি হেলিকপ্টার ভাড়া করলাম। যখন রানা হেলিকপ্টার বলে ডাক দিল, আমি অবাক হলাম যে হেলিকপ্টার (বা বাইসাইকেল) রাস্তায় চলে। অবশ্য আমাদের হেলিকপ্টার প্রকৃতপক্ষে বাইসাইকেল সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে গ্রামে পৌঁছানো। অবশেষে বাসের ভিতরের রাস্তা দিয়ে আমরা পৌঁছাই। তার পিতামাতা এবং বোনেরা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করতে প্রস্তুত ছিল। তাদের ঘনিষ্ঠতা পেয়ে আমরা সত্যিই আনন্দিত । হাত পা ধোয়ার জন্য রানার বোন এক জগ পানি নিয়ে আসে। আমাদের শুষ্ক এবং ক্লান্তিকর মুখ দেখে রানার মা কিছু চিড়া, মুড়ি এবং খেজুরের গুড় খেতে দেয়। খাওয়ার পর আমি রানার কক্ষের বিছানায় একটু বিশ্রাম নিই।

পুকুরে গোসল করা: দুপুর ১:৩০ মিনিটে, রানা আমাকে পুকুরে গোসল করতে বলল। তার কথা শুনে সত্যিই আমি আনন্দিত আছিলাম। কারণ পুকুরে গোসল করা আমার জন্য একটা বিস্ময়ের ব্যাপার ছিল। যা হোক আমি এ নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাত্রা শুরু করি। আমি গ্রামের পুকুরে গোলাম যেটা অনেক বড় ছিল। ঐ সময় অনেক লোক গোসল করছিল। চারপাশটা কোলাহলপূর্ণ ছিল। অবশ্য যখন নামতে শুরু করলাম আমি তীব্র মজা অনুভব করলাম। আমি যখন পুকুরে ডুব দিলাম, আমার আনন্দ চরমে পৌঁছেছিল। আমি সেখানে সাঁতার কেটেছিলাম।

দুপুরের খাবার খাওয়া: এই ভ্রমণের অন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল মাদুরে বসে দুপুরের খাবার পাওয়া। আমরা পা ভাজ করি এবং মাদুরের উপরে বসে দুপুরের খাবার পাই। রানার মা নানা রকমের খাবার রান্না করেন যার মধ্যে শাকসবজি এবং মাছের তরকারি ছিল। এই খাদ্যাভ্যাস আমাকে কিছু স্বচ্ছ অভিজ্ঞতা দেয়। আমি খুব কাছ থেকে গ্রামের মানুষের খাবার খাওয়ার অভ্যাস দেখেছিলাম।

সবুজ শস্যক্ষেত এবং ধানের মাঠ: বিকালে রানা আমাকে সবুজ শস্যক্ষেতে নিয়ে গেল। আমি আপন মনে হাঁটছিলাম। এ গ্রামের পাশে একটি বিশাল মাঠ আছে। সেখানে প্রচুর শস্য জন্মে। আমি মাঠের অনেক গভীরে গেলাম। সেখানে প্রচুর পাকা শস্য রয়েছে। আমি রাখালদের পশুদের দেখাশুনা করতে এবং কৃষকদের মাঠে কাজ করতে দেখলাম। গ্রাম এলাকার সাথে সমগ্র মাঠ আমার কাছে অসাধারণ সৌন্দর্য মনে হচ্ছিল।

গ্রাম্য মহিলাদের পানি নিয়ে যাওয়া: মাঠে হাঁটার পর আমি গ্রামের রাস্তা দিয়ে ফিরছিলাম। আমি রাস্তায় গ্রামের মহিলাদের পানি নিয়ে যেতে দেখে বিস্ময়ের সাথে অভিভূত হলাম। মহিলারা হাতে এবং কাঁকে করে পানি ভর্তি কলসী নিয়ে যাচ্ছিল। এ দৃশ্য আমার চোখকে খুবই পরিতৃপ্ত করলো।

সন্ধ্যার গান : আমার কাছে সন্ধ্যায় গ্রাম নতুন মনে হয়েছিল। সূর্যের অন্তাচলে গমন এবং জ্বলজ্বলে আলো ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। সমগ্র গ্রামটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। গ্রামের বাড়িগুলো থেকে হারিকেন বা ছোট ছোট আলোর প্রজ্জ্বলন দেখা যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি গভীর অন্ধকারে নিমগ্ন রয়েছি।

উপসংহার : আমি গ্রামে ভ্রমণ সত্যি উপভোগ করছিলাম। আমি সেখানে থেকে অসীম আনন্দ পেয়েছিলাম। আমি এ ভ্রমণের মধুর স্মৃতিগুলো কখনো ভুলবো না।

Popular posts from this blog

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...