Skip to main content

HSC English First Paper English For Today Unit 4 Lesson 1

HSC English First Paper English For Today Unit 3 Lesson 4

HSC English First Paper English For Today Unit 3 Lesson 4

Khona

The mythical story of Khona is deeply rooted in Bangla folklore. Khona, originally named Lila, an incredible woman with a gift for predicting weather and understanding the ways of farming. Her wisdom was shared through memorable rhyming verses known as “Khona's Words" or "Khonar Bochon." These sayings, though simple and easy to remember, were filled with practical advice for farmers.

Khona used her knowledge to help the peasants, but her actions often challenged the ruling class. The rulers, not pleased with her defiance, punished her cruelly by cutting out her tongue. Thus she became known as Khona, which means “someone who cannot speak." Despite this harsh punishment, her wisdom lived on through her sayings, which have been passed down for over 1500 years.

There are many versions of Khona's story. One retelling goes like this: in the kingdom of Deyulnagar, there was a royal astrologer named Varaha who served King Dharmaketu. Sadly, Varaha's wife died while giving birth to their son, Mihir. Worried about his son's future, Varaha saw in the stars that Mihir was destined for a life of trouble and death. Heartbroken, Varaha decided to save Mihir by placing him in a copper pot and setting the pot afloat on the river Viddyadhory. The baby was found and rescued in Sri Lanka, where he was raised by the king. As he grew up in the royal court, he married the king's daughter, an astrologer herself, named Lila. 

Lila and Mihir managed to find Varaha and prove that his predictions about Mihir's future had been wrong. Varaha, though surprised by his mistake, was thrilled to see his son again and welcomed both Mihir and Lila warmly. They were soon introduced to the royal court and became royal astrologers themselves. 

Even though Lila was now a royal astrologer, she kept in touch with the local farmers. She learned a lot from them and found that they shared valuable knowledge through short, easy-to-remember verses. Lila began to use these simple verses to explain her own complex astrological knowledge. 

Varaha, feeling jealous and angry, ordered his son to punish Lila by cutting out her tongue, hoping to silence her. However, Khona's story and her knowledge remained alive. Her wisdom about nature-oriented farming continued to benefit the people of the land.

বঙ্গানুবাদ :

খনা

খনার পৌরাণিক কাহিনী বাংলার লোককথায় গভীরভাবে প্রোথিত। খনার আসল নাম ছিল লীলা, যিনি ছিলেন অসাধারণ প্রতিভাধর এমন একজন নারী যিনি আবহাওয়ার পূর্বাভাস দিতে এবং কৃষির নিয়ম-কানুন বোঝার অসাধারণ ক্ষমতা রাখতেন। ছন্দময় ছোট ছোট পদাবলীর মাধ্যমে তাঁর জ্ঞান ছড়িয়ে পড়েছিল, যা “খনার বচন” নামে পরিচিত। এই বচনগুলো সহজ ও সংক্ষিপ্ত হলেও এতে ছিল গভীর জ্ঞান এবং কৃষকদের জন্য কার্যকর পরামর্শ। 

খনা তার জ্ঞান দিয়ে চাষীদের সহায়তা করতেন, তবে তাঁর কার্যক্রম প্রায়ই শাসক শ্রেণীর বিরোধিতা করত। শাসকেরা খনার এই “অবাধ্যতা” মেনে নিতে পারেননি আর তাই তার জিভ কেটে ফেলে তাকে নিষ্ঠুর শাস্তি দেওয়া হয়। ফলে, তিনি হয়ে যান “খনা,” যার অর্থ “যে কথা বলতে পারে না।” তবুও, তার এই কঠিন শাস্তির পরও, তার জ্ঞান তার বচনগুলোর মাধ্যমে টিকে রয়েছে এবং প্রায় ১৫০০ বছর ধরে তা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে।

খনার কাহিনীর অনেকগুলো সংস্করণ আছে। একটি কাহিনীতে বলা হয়, দেউলনগর রাজ্যে ধর্মকেতু নামে এক রাজার রাজ-জ্যোতিষী ছিলেন বরাহ। বরাহের স্ত্রী সন্তান প্রসবকালে মারা যান এবং তাদের পুত্র সন্তানের নাম রাখা হয় মিহির। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বরাহ ভাগ্য গণনা করে দেখতে পান যে ভবিষ্যতে মিহিরের জন্য অশান্তিময় জীবন আর অপঘাতে মৃত্যু অপেক্ষা করছে। ভেঙে পড়া বরাহ তার ছেলেকে রক্ষা করার জন্য তাকে তামার একটি পাত্রে রেখে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দেন। শিশুটি শ্রীলঙ্কায় উদ্ধার হয় এবং সেখানকার রাজা তাকে লালন-পালন করেন। রাজ দরবারে বড় হতে হতে মিহির রাজকন্যা লীলাকে বিয়ে করেন, যিনি নিজেও একজন জ্যোতিষী ছিলেন।

লীলা ও মিহির বরাহকে খুঁজে বের করেন এবং প্রমাণ করেন যে মিহির সম্পর্কে বরাহের ভাগ্য গণনা ভুল ছিল। বরাহ তার ভুল দেখে অবাক হলেও ছেলেকে ফিরে পেয়ে খুশি হন এবং মিহির ও লীলাকে সাদরে গ্রহণ করেন। তাদের রাজ দরবারেও পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা নিজেরাও রাজ-জ্যোতিষী হয়ে ওঠেন। লীলা তখন রাজ-জ্যোতিষী হওয়া সত্ত্বেও স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি কৃষকদের কাছ থেকে অনেক কিছু শিখতেন এবং তাদেরকে সহজ ও সংক্ষিপ্ত ছন্দের মাধ্যমে মূল্যবান জ্ঞান বিনিময় করতে দেখতেন। লীলা এই সহজ ছন্দ গুলো ব্যবহার করে তার নিজের জটিল জ্যোতিষ বিদ্যা বোঝাতে শুরু করেন।

বরাহ, ঊর্ষান্বিত ও ক্রুদ্ধ হয়ে, তাঁর ছেলে মিহিরকে আদেশ দেন লীলাকে শাস্তি দেওয়ার জন্য এবং তাঁর জিভ কেটে ফেলার জন্য, যাতে তাঁকে নীরব করা যায়। তবে, খনার কাহিনী ও তার জ্ঞান আজও টিকে আছে। তার প্রকৃতি নির্ভর কৃষি সম্পর্কিত জ্ঞান সে সময়ের কৃষকদের অনেক কাজে লেগেছে

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...