Skip to main content

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

HSC English First Paper English For Today - Unit 5 Lesson 1 Human Rights

HSC English First Paper English For Today - Unit 5 Lesson 1 Human Rights

Are We Aware of These Rights -1

Articles of the Declarations of Human Rights

Article 12. No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home of correspondence, nor to attacks upon his honour and reputation. Everyone has the right to the protection of the law against such interference of attacks.

Article 14. (1) Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution. 

Article 15. (1) Everyone has the right to a nationality.

(2) No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality. 

Article 16. (1) Men and women of full age, without any limitation due to race, nationality or religion, have the right to marry and to found a family, 

(2) Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses.

(3) The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State.

 Article 18. Everyone has the right to freedom of thought, conscience and religion to manifest his religion or belief in teaching, practice, worship and observance. 

Article 19. Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference.

Article 20. (1) Everyone has the right to freedom of peaceful assembly and association.

(2) No one may be compelled to belong to an association.

Article 21. (1) Everyone has the right to take part in the government of his country, directly or through freely chosen representatives.

(2) Everyone has the right to equal access to public service in his country.

(3) The will of the people shall be the basis of the authority of government.

Article 25: (1) Everyone has the right to a standard of living adequate for the health and well being of oneself and of one's family, including food, clothing. housing and medical care and necessary social services, 

(2) Motherhood and childhood are entitled to special care and assistance. All children, whether born in or out of wedlock, shall enjoy the sane social protection. 

Article 26: (1) Everyone has the right to education. Education shall be free, at least in the elementary and fundamental! stages. Elementary education shall be compulsory, Technical and professional education shall be made generally available and higher education shall be equally accessible all on the basis of merit. 

(2) Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further the activities of the United Nations for the maintenance o peace. 

(3) Parents have a prior right to choose the kind of education that shall be given to their children.

বঙ্গানুবাদ :

মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা সমূহ

ধারা - ১২ : কেউ তার গোপনীয়তা, পরিবার, বাসাবাড়ি অথবা চিঠিপত্রের আদান প্রদানে অযৌক্তিক হস্তক্ষেপের অথবা তার সম্মান ও মর্যাদার ওপর আক্রমণের শিকার হবে না। এ ধরণের হস্তক্ষেপে অথবা আক্রমণের বিরুদ্ধে প্রত্যেকের আইনের আশ্রয়লাভের অধিকার রয়েছে।
ধারা- ১৪ : (১) শাস্তি এড়ানোর জন্যে প্রত্যেকের অন্য দেশে আশ্রয় গ্রহণ এবং ভোগ করার অধিকার রয়েছে।
ধারা - ১৫ : (১) প্রত্যেকের জাতীয়তার অধিকার রয়েছে ।

(২) কাউকে অযৌক্তিকভাবে তার জাতীয়তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বা তার জাতীয়তা পরিবর্তনের অধিকার অস্বীকার করা যাবে না।

ধারা - ১৬ : (১) জাতি, জাতীয়তা অথবা ধর্মের ক্ষেত্রে সীমাবদ্ধতা ব্যতিরেকে পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর বিয়ে করার ও পরিবার গঠন করার অধিকার রয়েছে।
(২) বিবাহে ইচ্ছুক পাত্র-পাত্রীর স্বাধীন এবং পূর্ণ সম্মতি নিয়ে কেবলমাত্র বিবাহ সম্পন্ন হবে ।

(৩) পরিবার হচ্ছে সমাজের সহজাত এবং মৌলিক গোষ্ঠী একক এবং সমাজ ও রাষ্ট্র কর্তৃক সুরক্ষা পাওয়ার অধিকারী।

ধারা - ১৮ : প্রত্যেকের চিন্তা, বিবেক এবং ধর্মের স্বাধীনতা রয়েছে; একই সঙ্গে রয়েছে প্রচার, চর্চা, প্রার্থনা এবং উদযাপনের মাধ্যমে তার ধর্ম অথবা বিশ্বাস প্রকাশের স্বাধীনতা ।

ধারা - ১৯: প্রত্যেকের মতামত এবং অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে; এই অধিকারের অর্ন্তভুক্ত হচ্ছে কোন হস্তক্ষেপ ছাড়া মতামত তুলে ধরা।

ধারা - ২০ : (১) প্রত্যেকের শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার স্বাধীনতা রয়েছে।
(২) কাউকে জোরপূর্বক কোন সংগঠনভুক্ত করা যাবে না।

ধারা - ২১ : (১) প্রত্যেকের সরাসরি বা স্বাধীনভাবে পছন্দকৃত প্রতিনিধিদের মাধ্যমে তার দেশের সরকার গঠনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।

(২) প্রত্যেকের তার দেশের সরকারি চাকুরীতে প্রবেশের সমান অধিকার রয়েছে।

(৩) জনগণের অভিপ্রায় হবে সরকারের ক্ষমতার ভিত্তি।

ধারা-২৫ (১) : প্রত্যেকের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সামাজিক পরিসেবাসহ নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার মান অর্জনের অধিকার রয়েছে।

(২) ও মাতৃত্ব এবং শৈশবাবস্থায় প্রতিটি নারী এবং শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে। বিবাহবন্ধন-বহির্ভূত কিংবা বিবাহবন্ধনজাত সকল শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে।

ধারা-২৬ (১) । প্রত্যেকেরই শিক্ষালাভের অধিকার রয়েছে। অন্ততঃপক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে লভ্য থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে।

(২) ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতাসমূহের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে। শিক্ষা সকল জাতি, গোত্র এবং ধর্মের মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস পাবে এবং শান্তি রক্ষার স্বার্থে জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে।

(৩) কোন ধরনের শিক্ষা সন্তানকে দেওয়া হবে, তা বেছে নেবার পূর্বাধিকার পিতামাতার থাকবে।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...