Skip to main content

Posts

Showing posts from May 10, 2023

প্রশ্ন: ডিক্রীর সংজ্ঞা লিখুন

প্রশ্ন: ডিক্রীর সংজ্ঞা লিখুন । [বার কাউন্সিল পরীক্ষা, ১০ অক্টোবর ২০০৩]  প্রশ্ন: ডিক্রি কি? [বিজেএস, ২০১১ ও ২০০৮] উত্তর: ডিক্রির অর্থ [ধারা ২ (২)]: দেওয়ানী কার্যবিধির ২ ধারার ২ উপ-ধারায় ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে। ২ ধারার ২ উপ-ধারা অনুসারে, ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোন বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। আব্দুল হামিদ বনাম আব্দুল জায়ের ৩৩ ডিএলআর ৩৪১ মোকদ্দমায় বলা হয়েছে, এমন ডিক্রি শুধুমাত্র আরজির ভিত্তিতে দায়েরকৃত মোকদ্দমায় প্রদত্ত হতে পারে। সুতরাং, মোকদ্দমার আরজিতে যে প্রতিকার চাওয়া হয়, উক্ত প্রতিকার বিষয়ে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা চূড়ান্তভাবে মোকদ্দমার পক্ষগণের অধিকার নির্ধারণ করে, এমন আনুষ্ঠানিক সিদ্ধান্তকে ডিক্রি বলা হয় । ২ ধারার (২) উপ-ধারা অনুসারে, আদালতের কোন সিদ্ধান্ত ডিক্রি হিসাবে গণ্য হতে নিম্নলিখিত শর্তপূরণ করতে হবে, যথা: i. অবশ্যই একটি বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে; ii. এমন বিচারিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে; iii. এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই কোন মোকদ্দমায় ...