Skip to main content

Posts

Showing posts from May 1, 2023

Video Article Preposition Phrase Clause

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা Drafting of Complaint Petition

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা (Complaint Petition to Magistrate Court) জনৈক সিরাজ, পিতা নজরুল  দুষ্কৃতিকারী কর্তৃক গুরুতর আহত হয় এবং চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি হয়। ভিকটিমের পিতা নজরুল ম্যাজিস্ট্রেটের বরাবর নালিশী মোকদ্দমা দায়ের করতে চায়। ক) নজরুলের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। খ) তদন্ত শেষ হওয়ার পর সিরাজ মারা যায়। মামলাটির পরিণতি কি হইবে নজরুল জানিতে চায়। মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয় আপনার মক্কেলকে অবহিত করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০০ এবং ৮ মার্চ ২০০২ সালে এসেছিল। মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা সি.আর মামলা নং ..../২০০৭ দণ্ডবিধির ৩২৬ ধারা নজরুল পিতা: সিরাজ ২৫/ক, সেন্ট্রাল রোড় ঢাকা-১২০৫ .....ফরিয়াদী বনাম ১. রায়হান পিতা: আনিসুর রহমান ২০/খ, কলাবাগান, ঢাকা-১২০৬ ২. মিন্টু পিতা: মখলেছ ২০/১, কলাবাগান ঢাকা-১২০৬ ....অভিযুক্ত/আসামীগণ সাক্ষীগণ: ১। ফরিয়াদী নিজে ২। তানভীর, ফরিয়াদীর ভাই ৩। খোকন, ১৪, সেন্ট্রাল রোড় ৪। মিলন, ২২/ কলাবাগান ৫। গফুর, ৭, কলাবাগান, ঢাকা ঘটনার তারিখ: ০২/০৭/

এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আবেদন Drafting 145 Crpc

জমি সংক্রান্ত বিরোধ, মৎস্য খামার, সীমানা প্রাচীর ইত্যাদি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আবেদন কলিমুদ্দিন ও আশরাফ পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবীদার। কলিমুদ্দিন ৩০ শে নভেম্বর ২০০১ তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন। ঐ দিন সে আশরাফ কর্তৃক বেদখল হয়। কলিমুদ্দিন দখল ফেরত পাইতে চায়। মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর। উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া কলিমুদ্দিনের পক্ষে একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ০৮ মার্চ ২০০২ সালে এসেছিল। মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট-এর আদালত, যশোর পিটিশন মামলা নং ০২/২০০২ ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা কলিমউদ্দিন, পিতা: মো: রহিমউদ্দিন মনিরামপুর, যশোর ....১ম পক্ষ বনাম আশরাফ পিতা: মো: কাওছার মনিরামপুর, যশোর ....২য় পক্ষ সাক্ষীগণের নাম ও ঠিকানা ১। মো: জহির উদ্দিন, মনিরামপুর, যশোর ২। মো: কামালউদ্দিন, মনিরামপুর যশোর ৩। মো: রায়হান, মনিরামপুর, যশোর প্রয়োজনে আরও সাক্ষী দেওয়া হবে। ঘটনার স্থান: ১ম পক্ষের মৎস্য খামার ঘটনার তারিখ: ৩০/১১/২০০১ সময়: রাত