Skip to main content

Posts

Showing posts from April 27, 2023

ফৌজদারী মামলা হতে আসামির অব্যাহতি পিটিশন Discharge Petition

ফৌজদারী মামলা হতে আসামির অব্যাহতি পিটিশন [Discharge Petition] X এই মর্মে ১৫/১২/২০২০ খ্রিঃ তারিখ স্থানীয় থানায় এজাহার দায়ের করে যে, ০১/১২/২০২০ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.৩০ টায় ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরানো ঢাকার নবাবপুর মোড় অতিক্রমকালে Y ও Z গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। তখন Y, তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে X এর মুখমন্ডলে কোপ দিলে X রক্তাক্ত জখম হয় এবং Y ও Z তার (X এর) ব্যাগে থাকা ৫০,০০০ টাকা নিয়ে যায় তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে পাঁচ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য The Code of Criminal Procedure, 1898 এর ১৬১ ধারায় লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে, সেখানে লেখা আছে-“one lacerated wound on the left cheek.” তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে Y ও Z এর বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩২৬, ৩৪১, ৩৭৯, ৩৮৬ ধারায় বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে আসামীদের দখল থেকে একটি ধারালো চাপাত...