Skip to main content

Posts

Showing posts from April 6, 2023

Video Article Preposition Phrase Clause

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মুসাবিদা Drafting of Petition - Transfer of Civil Cases

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মুসাবিদা রোস্তম আলীর স্ত্রী মালেকা ঢাকায় পারিবারিক আদালতে (১ম সহকারী জজ আদালত, ঢাকা) খোরপোষের জন্য একটি মোকদ্দমা দায়ের করিয়াছে। আলীও বিবাহ বিচ্ছেদের জন্য ৪র্থ সহকারী জজ আদালত, ঢাকায় একটি মোকদ্দমা দায়ের করিয়াছে। মালেকা বিবাহ বিচ্ছেদের মোকদ্দমাটি ৪র্থ সহকারী জজ আদালত হইতে ১ম সহকারী জজ আদালতে বদলী করার ব্যবস্থা করিতে আপনাকে উকিল নিয়োগ করিয়াছেন। উক্ত মোকদ্দমাটি স্থানান্তরের জন্য প্রার্থনা করিয়া সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ যথাযথ আদালতে দাখিলের নিমিত্তে একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ১৮ আক্টোবর ২০০২ সালে এসেছিল। নিম্নে দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মুসাবিদা দেওয়া হলো। মোকাম: বিজ্ঞ জেলা জজ আদালত, ঢাকা বিধি মোকদ্দমা নং: ৪৭/২০০২ (পারিবারিক মোকদ্দমা নং ১৫/২০০২ হতে উদ্ভূত) মালেকা পিতা: আব্দুল মজিদ ৯০/২, সেন্ট্রাল রোড়, ধানমণ্ডি, ঢাকা-১২০৫                                     ………বাদিনী (দরখাস্তকারীনি) বনাম আলী পিতা: জহিরউদ্দিন ১৯/২, নিকেতন গুলশান, ঢাকা-১২১০          ……..……বিবাদী (অপরপক্ষ) বিষয়: ৪র্থ সহকারী জজ আ