Skip to main content

Posts

Showing posts from March 1, 2023

প্রমাণের দায়ভার Burden of Proof

বি.দ্র.-এই ভিডিওতে ভুলক্রমে "দেওয়ানী মানদণ্ড" বলা হয়েছে যা অনিচ্ছাকৃতভাবে ভূল ছিল। শুদ্ধ হবে -"ফৌজদারী মানদণ্ড" ১. ফৌজদারী মানদণ্ড যা যুক্তি সংগত সন্দেহের উর্দ্ধে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ বলে গণ্য হয়।  প্রমাণের দায়ভার অর্থ কি? প্রমাণের মানদণ্ড নির্ধারণ করার পদ্ধতি কি? ফৌজদারী মামলায় প্রমাণের মানদণ্ড কি? প্রমাণের দায়ভার এবং প্রমাণ দাখিলের দায়িত্ব এর মধ্যে পার্থক্য কি? কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার কার? অন্যত্র থাকার অজুহাত প্রমাণ বা Proof of Alibi কি? সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার কার? অভিযুক্ত ব্যক্তির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার কার? মৃত প্রমাণের দায়ভার কার? জীবিত প্রমাণের দায়ভার কার? সন্তানের বৈধতা নির্ধারণের প্রমাণ কি? প্রমাণের দায়ভার বা Burden of Proof সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১৪ ধারায় প্রমাণের দায় সম্পর্কে বলা হয়েছে। প্রমাণের দায়ভার অর্থ কি? সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক...