- Get link
- X
- Other Apps
তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? Experts Opinion
তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? বিশারদের অভিমত বা Expert Opinion কি? হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত কখন প্রাসঙ্গিক? মামলার পক্ষগণের চরিত্র কখন প্রাসঙ্গিক? কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই? বিচারিকভাবে দৃষ্টিগোচর অর্থ কি? কোন কোন বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচর নিতে হয়? তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? সাধারণত, মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোন ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও, তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তা সাক্ষ্য আইনের ৪৫ থেকে ৫১ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং তৃতীয় পক্ষের এই অভিমত কে অভিমত সাক্ষ্য বা Opinion Evidence বলে । বিশারদের অভিমত বা Expert Opinion কি? সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামত কে সাক্ষ...