- Get link
- X
- Other Apps
কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? কখন দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনের ৪০ ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৪১ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন আদালতের রায় ৪১ ধারায় প্রাসঙ্গিক? কোন কোন শর্তে সাক্ষ্য আইনের ৪১ ধারায় রায় প্রাসঙ্গিক হতে পারে? কোন কোন ক্ষেত্রে ৪২ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪৪ পর্যন্ত আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৪০ ধারা অনুসারে, দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারা অনুসারে প্রবেট, ইত্যাদি এখতিয়ার প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের ৪২ ধারায় এবং সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪২ ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতিত অন্য ক্ষেত্রে রায় সাক্ষ্য আইনের ৪৩ ধারায় প্রাসঙ্গিক এবং রায় নিতে প্রতারণা বা ষড়যন্ত্...