- Get link
- X
- Other Apps
নিরোধমূলক প্রতিকার কি? কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়? নিষেধাজ্ঞা কত প্রকার? অস্থায়ী নিষেধাজ্ঞা কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? কখন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না? নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা কি? নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞার শর্তসমূহ কি কি? নিরোধমূলক প্রতিকার [Preventive Relief ] কি? যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যায় তা ৫২ ধারায়, অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা ৫৩ ধারায়, যে সকল ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় তা ৫৪ ধারায়, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ৫৫ ধারায় এবং যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়না তা ৫৬ ধারায় আলোচনা করা হয়েছে। কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়? ৫২ ধারায় বিধান করা হয়েছে, নিষেধাজ্ঞা, স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতাবলে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার দেওয়ার ক্ষেত্রে...