Skip to main content

Posts

Showing posts from January 31, 2023

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

দেওয়ানি আদালতের বিবিধ বিষয় miscellanous cases দেওয়ানী আদালতের সহজাত ক্ষমতা Inherent Power of the Court

কোন কোন ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে? কোন কোন ব্যক্তিদের গ্রেফতার থেকে অব্যাহতি দেয়া হয়েছে? দেওয়ানী নিম্ন আদালতের ভাষা কি? প্রত্যর্পণ কি? দেওয়ানী আদালতের সহজাত ক্ষমতা কি? কখন দেওয়ানী আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? রায় ডিক্রি বা আদেশসমূহের সংশোধন কিভাবে করা হয়? কখন দেওয়ানী কার্যধারায় ত্রুটি সংশোধন করা যায়? দেওয়ানি আদালতের বিবিধ বিষয় কোন কোন ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে? ১৩২ ধারায় কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কোন ব্যক্তিদের গ্রেফতার থেকে অব্যাহতি দেয়া হয়েছে? ১৩৫ ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানী প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ১৩৫ক ধারায় কোন পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানী প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। দেওয়ানী নিম্ন আদালতের ভাষা কি? ১৩৭ ধারায় অধস্তন আদালত বা নিম্ন আদালতের ভাষা কি হবে সেটা বিধান করা হয়েছে। অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা সরকার ঘোষণা করতে পারবে। প্রত্যর্পণের আ...

রিভিউ Review রিভিশন Revision

রিভিউ কি? কোথায় রিভিউ আবেদন করতে হয়? কোন কোন ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়? রিভিউ কারণ কি? কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়? রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন কি? রিভিশন দায়েরের কারণ কি? কিভাবে রিভিশন আদালত নির্ধারণ করতে হয়? কোন আদালতে রিভিশন আবেদন দায়ের করতে হয়? কোন আদালতে আপীলঅযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়? কোন আদালতে আপীলঅযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়?  কখন দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়? কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়? রিভিউ [Review] দেওয়ানী কার্যবিধির ১১৪ ধারায় এবং ৪৭ আদেশে রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিভিউ কি? রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুদ্ধ হয়, সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। কোথায় রিভিউ আবেদন করতে হয়? যে আদালত ডিক্রি বা আদেশ দেয়, সেই আদালতে ডিক্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হয়। যেমন সহকারী জজ ডিক্রি দিলে, সেই ডিক্রির বিরুদ্ধে উক্ত সহকা...