Skip to main content

Posts

Showing posts from January 24, 2023

Video Article Preposition Phrase Clause

ডিক্রি জারির পদ্ধতি Execution of Decree

ডিক্রি জারির পদ্ধতি কি কিভাবে ডিক্রি জারি করা হয়? গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি? কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না? কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না? কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়? ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়? কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়? ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে? ডিক্রি জারির পদ্ধতি কি, কিভাবে ডিক্রি জারি করা হয়? ধারা-৫১ এবং আদেশ ২১ বিধি ১১ অনুযায়ী ডিক্রিদারের আবেদনক্রমে আদালত নিম্নলিখিত ৫ ভাবে ডিক্রি জারি করতে পারে; ক. ডিক্রিভূক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে; খ. কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় দ্বারা কিংবা ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমে; গ. দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের দ্বারা; ঘ. রিসিভার নিয়োগের মাধ্যমে; ঙ. অন্যকোন পন্থায় ডিক্রি জারির আদেশ প্রদান করে ডিক্রি জারি করা হয়। তবে উল্ল