Skip to main content

Posts

Showing posts from January 21, 2023

মামলা মুলতবি স্থগিতকরণ Adjournment চূড়ান্ত শুনানি Paremptory Hearing

মুলতবি কি? কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? কোন পর্যায়ে শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত? মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি? মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়? মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি? মোকদ্দমার শুনানী কাকে বলে? দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে? মামলা মুলতবি বা স্থগিতকরণ [Adjournment] মুলতবি কি? আইনে মুলতবি অর্থ হলো আদালতের কার্যপ্রণালিতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। শুনানি কোন নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হতে পারে। সাধারণ নিয়ম হলো কোন মোকদ্দমার শুনানী শুরু হলে তা চলমান থাকবে। কিন্তু বাস্তবিক অর্থে হঠাৎ অসুস্থতা বা দূর্ঘটনা বা এড়ানো যায় না এমন অবস্থার প্রেক্ষাপটে মোকদ্দমার কোন পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন শুনানী মুলতবির আবেদন করা প্রয়োজনীয় হয়। কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? মোকদ্দমার শুনা...